সহজতা ও ব্যক্তিত্ব

শাহীন চৌধুরী ডলি ১৪ জুন ২০১৭, বুধবার, ০৫:০১:৩১অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

#আপনি বাকপটু, কথার কারিগর
আপনার শব্দভাণ্ডার ভরপুর পূর্ণতায় ।
যখন যে কোন শব্দের সাথে শব্দের মালা গেঁথে
নির্মাণ করতে পারেন অপূর্ব সব কথকতা
প্রয়োগ করতে পারেন যখন যেমন ইচ্ছা ।
তবে কি জানেন তো ---****--
জানলে আর পারলেই সব কথা বা কাজ
সবসময় যথেচ্ছ ব্যবহৃত হতে দিতে নেই ,
পরিবেশ ও পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে
সেই মতো কথা বললে বা কাজ করলেই
কেবল তাতে সঠিক ব্যক্তিত্বের প্রতিফলন ঘটে ।
যেমন: যখন দেশ শোকের সাগরে ভাসে
আপনার স্ট্যাটাস প্রেমে, রঙে, ঢঙে, ব্যঙ্গে ভরপুর ,
অথবা আহতের প্রতি সমবেদনা জানালে
নির্বিচার শ্লেষাত্মক আক্রমণাত্মক বিদ্রুপাত্মক বাণীতে শরবিদ্ধ করতে পিছু হটেন না মোটেও ।
যদি একাত্ম না ই হতে পারেন
অন্তত নিশ্চুপ থাকুন প্রকাশে ।
অন্যে নিজেকে সময়ের সাথে সংযত করলে
তাও মেনে নিতে বাঁধে আপনার ,
যিনি ক্ষতির কারণ নয় কোনমতেই
তাকেও স্বস্তিতে থাকতে দিতে হোন অরাজি ।
আপনার অসুস্থ সত্তার কাছে
অন্যের সুন্দর চলন বলনের নেই স্বীকৃতি
দয়া করে এভাবে নিজ ব্যক্তিত্ব দিবেন না জলাঞ্জলি,
স্মরণে আনি সর্বজন গ্রাহ্য বাণী --*****--
একজন মানুষের কথা কর্ম
তার মননের মানসিকতার পরিচয়ের ঝান্ডা উড়ায়,
আর সঠিক ব্যক্তিত্ববান মানুষই সবসময় শ্রদ্ধেয়, পূজনীয় ।#

শাহীন চৌধুরী ডলি
১৪ জুন ২০১৭
ঢাকা

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ