সমুদ্র সাঁতার

ছাইরাছ হেলাল ২ মার্চ ২০১৯, শনিবার, ০৫:১৯:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

সময় উজিয়ে গা ছমছমে বিকেল-সন্ধ্যায় সমুদ্র-ঢেউয়ের কাঁধে চড়ে
ভেসেছিলাম অজানায়, সাথে ছিল শুশুক আর ইরাবতী ডলফিনের দল।
জানা-অজানা প্রাণ-মনের অটুট টান, ভান-ভনিতাহীন প্রগাঢ় দৃষ্টি সৌন্দর্য ছিল,
ছিল ছল-শূন্যতা;

সহসা থেমে গিয়ে নামিয় দিল জন-মানবহীন গাছগাছালির ব-দ্বীপে,
আলতো করে বলে গেল, আসবে আবার একটু পরেই।

রাত জমে জমে ভোর হলো, বৃষ্টিরা হাওয়া মেলে গোল হয়ে ঘুরে বেড়ায়,
গাঢ় সকাল ছুড়ি হাতে রৌদ্রে পৌঁছায়, টগবগে ফুটতে থাকা সজাগ-হৃদ্য়
থিতিয়ে যায়, আগ্রাসী রাতের ভয়, ভর করে শিরা উপ-শিরায়;

চিৎকার চেঁচামেচি করে সমুদ্র ডাকি, ডাকি,
দূরে ফসফরাস জ্বেলে জ্যোৎস্না-বেলুন ছুঁড়ে সাড়া দেয়, কাছে আসে না।

আনন্দ কষ্টের এক অদ্ভুত সম্মিলন-সম্মতির জ্বলন-পীড়ন ছিল, আছে-ও.

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ