বৃষ্টি নামে ভালোবাসায়

সাবিনা ইয়াসমিন ৩০ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৩:২৮:১১পূর্বাহ্ন ছোটগল্প ২০ মন্তব্য

 

- এই খানে একটু থামি?
কেন! এতো সিগারেট কিভাবে খাও?
- এককাপ চা..
আচ্ছা।

- নদী, ফুসকা খাবে?
খেতে পারি, তবে এগুলো না, ওইইইই গুলা।
- এহ, বিদঘুটে!
হোক, ওটাই খাবো।
- হু বুঝি তো!
তুমি কিন্তু ছ'টা খেয়ে ফেলেছো, একটু আগে বললে বিদঘুটে!
- তুমিই তো আমার মুখে ঢুকিয়ে দিচ্ছো!

ফাগুন, এসো পিঠা খাই, ভাপা পিঠা এখন না খেলে আর কখন খাবো?
- পিঠা এগুলো?
হ্যা, এগুলোকেই পিঠা বলে। না করো না প্লিজ, মাত্র চার/পাঁচটা খাবো।
- হু, বুঝি তো!
ফাগুন, তুমি কিন্তু তিনটা খেয়েছো।
- ওহ, তুমি গুনছিলে বুঝি!

ফাগুন, সকাল হয় কেন?
- জেগে উঠবো তাই,
রাত নামে কেন?
- দিন আসবে বলে,
স্বপ্ন কেন দেখি?
- বেঁচে থাকাকে সার্ত্থক করতে ,
হাসি কেন?
- আনন্দে,
কান্না কীসের?
- ব্যাথা বিসর্জনের,
ঝগড়া করি কেন?
- বারবার এক হওয়ার তাগিদে,
বৃষ্টির মূর্ছনায় কখন ভাসি ?
- যখন আমরা ভালোবাসি!

নদী, বৃষ্টি হচ্ছে। ফ্রেঞ্চফ্রাই খাবে?
- উহু, ওসব খেতে মানা। আলুভাজা খুঁজে আনো।
ফ্রেঞ্চকিস?
- বলো কি!! ভয় নেই নাকি! এরচেয়ে তুমি আমায় জড়িয়ে ধরো। স্নেহের পরশ বুলিয়ে দাও কপালে, চোখের পাতায়, আর..
হু, বুঝি তো!

ফাগুন,
- উম,
তুমি এতো পন্ডিত কেন?

 

 

* ছবি -নেট থেকে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ