পদ্মা নদীর মাঝি

মোহাম্মদ আয়নাল হক ১৯ জুলাই ২০১৬, মঙ্গলবার, ১০:১৫:২৮অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

পদ্মা নদীর মাঝি নদীর তীরে তার
বাড়ী,
দালানকোঠা নেই মাঝির নেই যে
দামীগাড়ি।
/
ছোট্র একটি ঘর মাঝির পাটখড়ির
বেড়া, স্বপ্নদিয়ে তৈরী সে ঘর
মাঝির স্মৃতিদিয়ে
ঘেরা।
/
দু-এক টাকায় বিনিময়ে নদীতে মাঝি ভাসে,
নিজেকে ভাবে মাঝি সুখীতবুও প্রাণখুলে হাসে।
/
পদ্মা-নদীর ঢেউয়ের মাঝে মাঝি কাটায় সারাদিন,
দিন আনে দিন খায় মাঝির নেই কোন ঋণ।
/
বড়লোক হবার স্বপ্ন নেই মাঝির নেই কোন বড় আশা
শান্তি আছে থাকে ঘরে মাঝির আছে অনেক ভালোবাসা।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ