আমি গর্বিত, আমি লজ্জিত

কেবি জামান ৫ মার্চ ২০২১, শুক্রবার, ০৯:১৮:২৯অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

আমি বাঙালি

আমি গর্বিত আমি বাঙালি।

আমি আত্মত্যাগী নবাব সিরাজের বাংলার বাঙালি,
আমি গর্বিত আমি বাঙালি।

আমি হুংকারে ভরা তিতুমীরের কেল্লার বাঙালি,
আমি গর্বিত আমি বাঙালি।

আমি বাহাদূর শাহে ঝুলন্ত বাঙালির বাংলার বাঙালি।
আমি গর্বিত আমি বাঙালি।

আমি আপোসহীন সুভাষ, ক্ষুদিরামের বাংলার বাঙালি,
আমি গর্বিত আমি বাঙালি।

আমি ৫২ এর রফিক, জাব্বার, সফিকের ভ্রাতা বাঙালি,
আমি গর্বিত আমি বাঙালি।

আমি "প্রধানমন্ত্রীত্ব চাই না" ভাষনদানকারী বীর বাঙালির বাংলার বাঙালি,
আমি গর্বিত আমি বাঙালি।

আমি বাঙালি,
আমি লজ্জিত আমি বাঙালি।

আমি বাকপ্রতিবন্ধি জনসমাজের বাংলার বাঙালি,
আমি লজ্জিত আমি বাঙালি।

আমি ফারুকি হত্যার দাবি নিয়ে বৃথা চিৎকারকারি বাঙালি।
আমি লজ্জিত আমি বাঙালি।

আমি তনু নুসরাতের নিষ্ক্রিয় ভ্রাতা বাঙালি,
আমি লজ্জিত আমি বাঙালি।

আমি যোগ্যস্থানে অযোগ্যের চরনাবলি,
আমি লজ্জিত আমি বাঙালি।

আমি প্রতিভাবান পথের ভিকারি এক বাঙালি,
আমি লজ্জিত আমি বাঙালি।

তথা-------
গর্বিত ও লজ্জিতের মাঝেও,
সজ্জিত হয়ে জোরপূর্বক বলব,

আমি বাঙালি,
আমি গর্বিত, আমি বাঙালি।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন