সোনেলায় যোগ দিয়েছি ২৩ সেপ্টেম্বর, ২০১৩ইং তারিখ রাত ৯টা ৪৮ মিনিটে। দিনের হিসাবে ৮৩ দিন(চলছে)। এই সামান্য কয়েকদিনে সোনেলাকে ভালোবেসে ফেলেছি আপন নীড়ের মতই। ভালোবাসা পেয়েছি মোটামুটি সবার। কিন্তু কিছু দিতে পেরেছি কিনা সেটাও জানিনা। তবে চেষ্টা করেছি সবার পোষ্টেই মন্তব্য করতে। সবাইকে আপন করে নিতে। সফলতা ব্যার্থতার বিচারক আপনারাই। যেকোন ভুল আচরণের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি করজোড়ে। 

চেয়েছিলাম এই পোষ্টিতে শুধু আমার কথাই লিখবো। পরে ভেবে দেখলাম এটা সম্পূর্ণ স্বার্থপরের মতো একটা সিদ্ধান্ত হয়ে যাবে। যে সোনেলা এবং সোনেলার ভাইবোনেরা আমাকে এতকিছু দিলো তাদের ঠকানো আমার অন্যায় হবে। তাই এই পোষ্টে যেসকল বন্ধুরা বই পড়তে ভালোবাসেন(আমার বিশ্বাস সবাই) তাদের জন্য কিছু মুক্তিযুদ্ধের বইয়ের পিডিএফ ভার্সন দিলাম। খরচ আমি দিয়ে দিয়েছি, তাই একদম বিনাখরচে ডাউনলোড করতে পারবেন।   \|/

মুক্তিযুদ্ধের বই সমগ্র (Pdf)

আমার সকল পোষ্ট পড়তে এখানে ক্লিক করুন। আর আমার প্রোফাইলের বাইরে কিছু জানার থাকলে মন্তব্য করুন , আমি উত্তর দিবো।

পরিশেষে সোনেলা ব্লগের সঞ্চালকসহ সকলের কাছে কৃতজ্ঞটা প্রকাশ করছি এমন একটি আন্তরিক ভালোবাসার বন্ধনে এই ক্ষুদ্র ব্যক্তিটিকে বেঁধে ফেলার জন্য।

ধন্যবাদ।।

আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাবো।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ