২১ শের মেলায় , গল্প সমগ্র “নাকছাবি”

পারভীন সুলতানা ৮ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ১১:৫০:৫৯পূর্বাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

12463589_10204145611360572_1083467611_n

২১শের মেলায় আমার গল্প সমগ্র নাকছাবি পাওয়া যাবে ২০০৫, ২০০৬, ২০০৭ নং স্টলে, মিজান পাবলিশার্সে ; আগামী ৯ তারিখ হতে।

আমি সোমত্ত ভান,

এইত কেবল শুরু ,এ আমার কি হল ! আমি সারাদিন তার চিন্তায় বিভোর থাকি । ময়ূরকণ্ঠী নৌকায় দুলতে থাকি । শুধু মনে হয় তাকে দেখি, তার মুখের দিকে তাকিয়ে থাকি । তিনদিন ঘরের মধ্যে গেল , তারপর যা হয় । ব্যাথা কমে যাওয়ায় প্লাস্টার করা পা নিয়েই যতটা পারা যায় কাজ করতে হল । মা গুজগুজ করেন কিন্তু উপায় কি, তা না হলে খালাম্মার মুখে শ্রাবনের মেঘ জমে । সুতরাং অগতির গতি, কাজে লেগে যাওয়া । কিন্তু আমার বাড়তি পাওনা আমি কিছু একটা ছলে তার সামনে যেতে পারি , অপরাধীর মুখ নিয়ে জিজ্ঞেস করে, কেমন আছি আমি , এখনো ব্যাথা আছে কিনা । কি করে বলি ব্যাথা আমার পায়ে নয় বুকের মধ্যিখানে । কি ভীষণ ব্যাথা ! সে শুধু আমি একাই জানি ।

নাকছাবি,

একটা নিষ্পাপ কিশোরী গুটিকয় মানুষের ইচ্ছায় বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং সেদিন অতি সামান্য কারণে সামাজিক দায়বদ্ধতায় এবং ধর্মের দোহাই দিয়ে বলি হল । অনেক দিন আগের হতবিহবল মনিরার অবরুদ্ধ কান্না আজ বাধভাঙা অবাধ স্রোতধারায় নিঃশব্দে বয়ে চলেছে আর হাতের আঙ্গুলে ধরা নাকছাবিটাকে ধুয়ে মুছে গ্লানিমুক্ত করছে যেন ।

এবং আরও অনেক

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ