২০২০ সাল

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৮ ফেব্রুয়ারী ২০২১, বৃহস্পতিবার, ০৫:২৫:৫২অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

দুই হাজার বিশ,

তোমার আগমনে ধরা থেকে

চলে গেছে সকল সুখ শান্তি

আক্রমণ করেছে অজস্র জীবানু

মানব জীবন গুলো তোলপাড় করেছে

ভয়াল করোনা.,

নেই মানব মনে শান্তি, শুধু আতঙ্ক।

শুধু ভয়।

পঙ্গ পালের আক্রমনে বিপর্যস্ত হয়েছে বাংলার কৃষক

ক্ষেতের পর ক্ষেত উজাড় হয়ে গেছে

অন্নবিহীন উদর আর কৃষকের মলিন মুখ।

 দুই হাজার বিশ

তোমার   আগমনে অনিয়মিত বৃষ্টি,

বন্যার পানিতে ডুবে গেছে

কৃষকের ক্ষেতের পর ক্ষেত

 নদীগর্ভে বিলীন হয়েছে লাখো মানুষের গৃহ

নেই, কোথায় কারো মাথা গোজার ঠায়,

শুধু হাহাকার, শূন্য চারদিকে।

হে দুই হাজার বিশ

তোমার আগমনে বাঙালি তার কখনো

গ্রীষ্ম বর্ষা শরত হেমন্ত শীত ও বসন্তের কোনো আনন্দ উৎসব করতে পারেনি

শুধু তোমার আগমনে

করোনার প্রাদুর্ভাবের জন্য।

সমাবিষ্ট প্রার্থনা দূর হোক ধরার সব গ্লানি

আসুক আসুক আসুক ফিরে ধরাতে শান্তি।

রচনাকালঃ

১২/১২/২০২০

৫২১জন ৪১৯জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ