
১৯৭১ সালে পাকিস্তানী সৈন্যদের সাথে বাঙালির মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী সবচেয়ে সক্রিয় দল ছিল এই জামায়াতে ইসলামী পাকিস্তান। এ দলটি সচেতনভাবে মধ্যে শুধু বিরোধিতাই করেনি বরং তাঁর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘকে (পরবর্তীকালে যার নাম রাখা হয় ইসলামী ছাত্র শিবির) নিয়ে পাকিস্তান রক্ষার জন্য একটি সশস্ত্র দল পর্যন্ত গঠন করে।
সারাদেশে পাকিস্তানি সৈন্যদের এদেশে তাদের হত্যা, ধ্বংস,লুট ও নারী ধর্ষণকে এরা শুধু সমর্থন, প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহযোগিতাই করেনি তার সাথে সাথে শিক্ষিত মধ্যবিত্ত, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিকদের এরাই নির্বিচারে ধরে এনে অমানুষিকভাবে হত্যা করে এবং গনিমতের মাল বলে হাদীসের তাত্ত্বিক ব্যাখ্যায় বাঙালি মেয়েদের জোর করে ভোগ করাকে সিদ্ধ ঘোষণা করে।
কিন্তু আদর্শবাদের নামে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘের এই নিষ্ঠুর পৈশাচিক আচরনের কারণ অনুসন্ধান করলে দেখা যাবে যে, এটা তাদের জন্য মোটেই অস্বাভাবিক কিছু ছিল না। কারণ যে আদর্শবাদে এ দলটি সংগঠিত, তার অনিবার্য পরিণতি হচ্ছে এ জাতীয় ফ্যাসিবাদী কার্যকলাপ। তাই ১৯৭১ সালে জামায়াতে ইসলাম, গোলাম আযম ও মাওলানা মওদুদীর ভূমিকার স্বরুপ বোঝার জন্য ইসলাম ধর্ম নিয়ে তাদের ধ্যানধারণা সম্পর্কে পাঠকের ধারণা থাকা প্রয়োজন।
জামায়াতে ইসলামের জনক মাওলানা মওদুদী তাঁর প্রচারিত আদর্শে কথাই বারবার প্রকাশ করেছেন যে অস্ত্র ছাড়া আদর্শ কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। তিনি তাঁর লেখা বিভিন্ন গ্রন্থেও এই মত প্রকাশ করেছেন যে, তলোয়ারের জোরে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, দাওয়াতে নয়।
ইসলাম সত্য ন্যায় ও সাম্যের আদর্শ। বস্তুত দেশে দেশে, কালে কালে ইসলাম সাধারন মানুষের কাছে যে গৃহীত বা আদৃত হয়েছে তা ওই আদর্শেরই গুনে। কিন্তু জামায়াতে ইসলামের জনক মাওলানা মওদুদী ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার যে কোন গুন ব্যাখ্যা করেন, তা মূলত পাশ্চাত্যের ইসলাম-বিরোধী লেখকদের প্রতিধ্বনি মাত্র।
১৯৫৩ সালেও মাওলানা মওদুদী ও জামায়াতে ইসলামী আহমদীয়া সম্প্রদায়ের বিরুদ্ধে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে পাকিস্তানি আহমদীয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে হত্যা করে। আইয়ুব খানের আমলে বিচারপতি মুনীর ও বিচারপতি কায়ানীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারকরা এজন্য তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরে মানবিক কারণে মওদুদীকে ক্ষমা করা হয়। কিন্তু জামায়াতে ইসলামীর দ্বারা জানমালের যে ক্ষয়ক্ষতি সাধিত হয় তা কোনদিনও পূরণ হবার নয়।
মওদুদীবাদীর এই আদর্শ যেই গ্রহণ করেছে সেই এই ধরনের ধর্মীয় উন্মাদনার শিকার হয়েছে। আজো এই মতবাদীদের মধ্যে লক্ষণীয় ব্যাপারটি হলো এই যে, যে ইসলামের জন্য তারা এতো উন্মাদ, সেই ইসলামের অনুশাসন যে তারা নিজেরা খুব একটা মেনে চলেন এমন নয়। বাঙ্গালীদের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধে জামায়াতে ইসলামী আপন দেশের মুসলমান বাঙ্গালিদের বিরুদ্ধে যে অস্ত্র প্রয়োগ করে তা কোনো আকস্মিক ঘটনা ছিল না। ১৯৭১ সালের ২৫ মার্চের পরপরই তারা যে অস্ত্র নিয়ে নেমে পড়ে তাও কিন্তু নয়। অস্ত্রের প্রয়োজনীয়তা থেকে এর মজুদকরনের কাজ তারা অনেক আগে থেকেই করছিল। এমনকি এ কথা তারা প্রকাশ্যেই বলে বেড়াচ্ছিল।
১৯৬৯ সালের ১৫ অক্টোবর করাচিতে মাওলানা আবু আলা মওদুদী হজব্রত পালনে মক্কা যাওয়ার পূর্বে কর্মীদের এক সমাবেশে বলেন - সমাজতন্ত্রীদের মোকাবেলার জন্য জীবন উৎসর্গ করার উদ্দেশ্যে প্রস্তুত হতে হবে। মাওলানা মওদুদী এদিন শেখ মুজিব ও মাওলানা ভাসানীকে দেশে উত্তেজনা সৃষ্টির জন্য অভিযুক্ত করেন। তিনি তাদের চ্যালেঞ্জ প্রদান করে বলেন বল প্রয়োগের মাধ্যমে দেশে বিপ্লব করতে চাইলে জামায়াত শক্তি দিয়ে শক্তির মোকাবেলা করবে।
১৯৭০ সালের ২ এপ্রিল মাওলানা মওদুদী লাহোরে সমাজতন্ত্রীদের প্রতিরোধ করার জন্য দেশের সর্বত্র স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। তিনি তার দল জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তৃতা করছিলেন। জামায়াতে ইসলামের মিত্র সংগঠন জমিয়তে ওলামায়ে পাকিস্তানের মজলিস-এ-আমল এর নেতা সাহেবজাদা ফয়জুল হাসান সমাজতন্ত্রীদের প্রতিরোধ করতে দুই লাখ লোকের স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করার ঘোষণা দেন।
এসব বক্তৃতা-বিবৃতি থেকে একটি বিষয় পরিষ্কার যে রাজাকার-আলবদর বাহিনী ১৯৭১ সালে হঠাৎ করেই গঠিত হয়নি। প্রকৃতপক্ষে, জামায়াতে ইসলামের এই বিষয়ে পূর্ব-মানসিক ও বৈষয়িক প্রস্তুতি ছিল। ১৯৭১ সালে তার চূড়ান্ত ও চরম প্রকাশ ঘটে মাত্র।
পাকিস্তানের রাজনীতিতে জামায়াতে ইসলাম, মাওলানা মওদুদী ও তার একনিষ্ঠ শিষ্য অধ্যাপক গোলাম আযম ছিলেন বিতর্কিত এবং বিভিন্ন মহলের কাছে অজস্র প্রশ্নের উৎস স্বরূপ। এমনকি পাকিস্তানের প্রখ্যাত আলেমরা পর্যন্ত তাদের কর্মকাণ্ডকে ইসলামের পরিপন্থী বলে ঘোষণা করেন। আলেমরা বলেছেন, মওদুদীর ইসলাম ও রাসুলের ইসলাম এক নয়। মওদুদী মূলত তার নিজের স্বার্থে ইসলামের নাম ব্যবহার করছেন। অনেকে মওদুদীকে কাফের বলেও ঘোষণা দিয়েছিলেন।
(চলবে.....)
তথ্যসূত্রঃ
★ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস
★ ১৯৭১ সালে প্রকাশিত পত্রিকা সংকলন।
★ স্বাধীনতার দলিল (২য় খন্ড)
লেখার কিছু কিছু অংশ তথ্যসূত্রে উল্লেখিত বইগুলি থেকে হুবহু তুলে ধরা হয়েছে। কারন ইতিহাস মনগড়া নিজের মত করে কিংবা বানিয়ে লেখা অনূচিত বলে মনে করি।
৩০টি মন্তব্য
ইঞ্জা
খুব ভালো শুরু করেছেন ভাই।
তৌহিদ
ধন্যবাদ দাদা, পাশেই থাকবেন।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
জিসান শা ইকরাম
ইসলাম এবং জামায়াত ইসলাম দুটো আলাদা ধর্ম।
জামায়াত ইসলাম তাদের মওদুদিকে যতটা মানে, ততটা ইসলামকে মানে না। মওদুদি পবিত্র কুরআন এর ভুল ধরেছে।
৭১ সনে জামায়াত ইসলামীর ভুমিকা সম্পর্কে আজকের প্রজন্ম জানেইনা কিছু।
অত্যন্ত মূল্যবান পোস্ট,
পরের পর্বের জন্য অপেক্ষা করছি।
তৌহিদ
অথচ জামায়াতের সবাই মওদুদীকে পীর মানে। এদের অনেকেই ভূল ব্যাখ্যায় পরিচালিত হচ্ছে।
শীঘ্রই পাবেন পরের পর্ব ভাই।
শাহরিন
ভাই এদের নিয়ে বলার কিছুই নেই। শুধু আছে ঘৃনা। বিজয় দিবসের এমন লেখাই মানায়। ধন্যবাদ।
তৌহিদ
ঘৃণা ছাড়া আর কিছুই দেবার নেই এদের। পড়ার জন্য ধন্যবাদ আপু।
নিতাই বাবু
এখনো বাংলার আনাচে-কানাচেতে অনেক অনেক মওদুদীবাদি আছে। তাঁরা এখনো পাকিস্তানের স্বাধীনতা দিবসে দিনে পাকিস্তানি পতাকা টাঙিয়ে এর নিচে কিছুক্ষণ বসে থাকে। আর মুখে বলতে থাকে হায় পাকিস্তান, হায় পাকিস্তান! তবে এঁদের মনোবাঞ্ছা কোনদিনই পূরণ হবে না বলেই আমার ধারনা।
চলুক লেখা। জানতে থাকি আরো কিছু।
তৌহিদ
এদের মনোবাসনা কোনদিনই পূরণ হবেনা। এরা এখনো পাকিস্তানের স্বপ্ন দেখে। এ দেশকে, দেশের মানুষকে তারা আপন ভাবতে পারেনা। ধিক্কার জানাই তাদের।
পড়ার জন্য ধন্যবাদ দাদা। পরের পর্ব শীঘ্রই আসবে।
নুর হোসেন
জামাত হচ্ছে ধর্ষকের দল যারা জামাতের সদস্য তাদের ঝেটিয়ে পাকিস্তান কিংবা মধ্যপ্রাচ্য দুম্বা চড়ানোর জন্য পাঠানোর দরকার!
জামাত বিএনপির পাশাপাশি আ’লীগের পরিবর্তন দরকার,
গণহারে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরী;
বিতর্কিত গোবুচন্দ্রদের দলের দায়িত্ব প্রদান,
রাজাকার আর বঙ্গবন্ধুর চেতনার সাবেক বিরোধীরা ক্ষমতাসীন দলে বুক উচু করে চলাফেরা করছে উদাদের ২/১ জনকে ফাঁসিতে ঝুলাতে হবে।
নো হাংকি পাংকি স্বজনপ্রীতি- আ’লীগের বর্তমান পরিস্হিত জামাত শিবিরের আচরণের কাছাকাছি চলে যাচ্ছে।
তৌহিদ
রাজাকারদের অনেকেই ফাঁসির দড়িতে ঝুলেছেন কিন্তু। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা উচিত।
পোস্ট যেহেতু বিএনপি, আওয়ামীলীগ নিয়ে নয় তাই দল সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
ভালো থাকবেন ভাই।
ছাইরাছ হেলাল
জামাতে ইসলামের মধ্যে কোন ইসলাম নেই।
তবে গনিমাতের মাল বুঝে নিতে তাদের জুড়ি নেই।
তৌহিদ
মুক্তিযুদ্ধকালীন তারা নিজেদের স্বেচ্ছাচারিতা আর ভূল আদর্শে বলি দিয়েছে লাখো মানুষ। ঘৃণা ছাড়া আর কিছু নেই তাদের জন্য।
নুর হোসেন
ঘাতক জামাতীদের ফাঁসি হয়েছে হচ্ছে বিচার প্রক্রিয়াধীন।
শেখ হাসিনার উচিত এখন নিজের দলে হাত ডুকানো।
মাহবুবুল আলম
ভাল লিখেছেন তৌহিদ ভাই। এখনই সময় পাকিদোসর রাজাকার, আল বদর , আল-শামসদের চরিত্র নতুন প্রজন্মের কাছে উন্মোচিত করার।
লেখা এগিযে যাক। ভাল থাকবেন। শুভ কামনা!
তৌহিদ
লেখা পড়ার জন্য ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
এ দেশে জামাত রাজনীতি ছিলো পাকিদের এজেন্ডা হিসাবে।যখন যুদ্ধাপরাধী গোলাম আযম দেইল্লা রাজাকারে ফাসি হল তখন এ বিষয়ে পাকি পার্লামেন্টেও সমালোচনা হয়।সুতরাং এদের পরিকল্পনা ছিল স্বাধীন এ দেশের স্বাধীনতাকে যে কোন মুল্যে বিতর্কীত করার। আর এদের সাথে এই আমরাই কিছু তাল মিলিয়ে চলেছি।
চমৎকার লেখা। চলুক।
তৌহিদ
সুন্দর বললেন ভাই। ধন্যবাদ জানবেন।
বন্যা লিপি
নতুন প্রজন্মের জন্য দেশ,জাতি,স্বাধীনতার আদ্যোপান্ত জানা জরুরী। তাঁর জন্য আমাদেরই দায়বদ্ধতা বহন করতে হবে।
অনেক অজানা তথ্য জানতে পরাবো আপনার মাধ্যমে আশা রাখছি। খুবই ভালো পোস্ট।
চলুক।
তৌহিদ
জ্বী আপু, পাশেই থাকবেন।লেখাটি পড়ার জন্য শুকড়িয়া।
রেহানা বীথি
সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
সুন্দর শুরু।
চলুক।
তৌহিদ
যে বইগুলি থেকে তথ্যগুলি লিখছি দেশের স্বাধীনতার প্রশ্নে সেসব বই সন্দেহাতীতভাবে নির্ভরযোগ্য। নিশ্চিত থাকুন আপু।
প্রদীপ চক্রবর্তী
অনেককিছু জানলাম দাদা।
এসব তথ্য সবাই তুলে ধরে না।
ধন্যবাদ আপনাকে।
.
পরবর্তী পর্বের অপেক্ষায়.!
তৌহিদ
কাউওকে না কাউকেতো বলতেই হয় এসব বিষয়ে দাদা। পাশেই থাকবেন
কামাল উদ্দিন
…………মাওলানারা এখনো বিভিন্ন ওয়াজ মাহফিলে জিহাদ করে ইসলাম কায়েক করা বা ধরে রাখার জন্য জোর স্লোগান তোলে। ভালোবাসার কথাটা ওদের মুখে শুনা যায় অত্যন্ত কম, আছি সাথে ভাইজান।
তৌহিদ
অনেকেই জিহাদ মনে করে একে, তবে এই জিহাদ আর ইসলামে বর্ণিত জিহাদ এক নয়।
ধন্যবাদ ভাইজান। আপনারাই তো আমার লেখার অনুপ্রেরণা।
ভালোবাসা জানবেন।
রেজওয়ান
সব পর্ব একসাথে পড়বো বলেই এই কয়দিন পড়িনি। সুন্দর শুরু ভাই!✌
তৌহিদ
আমার প্রতিটি লেখায় আপনার উপস্থিতি আমাকে অনুপ্রেরণা দেয়। পাশে থাকবেন ভাই। শুভকামনা।
জাকিয়া জেসমিন যূথী
ভীষণ তথ্যস্মৃদ্ধ লেখা। সমৃদ্ধ করেছেন আমাদের। আরও পড়ার অপেক্ষায়।
তৌহিদ
ছোট পরিসরে চেষ্টা করেছি পাঠকদের কিছু জানাতে। তাদের সামান্যতম উপকার হলেই এ লিখাটি সার্থক। পাশে থাকবেন আপু।