হয়তোবা

সিকদার সাদ রহমান ২৪ মে ২০২০, রবিবার, ০৮:৩৫:২৩অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

.........♥#হয়তোবা♥.......

 

হয়তোবা আজকের এই আঁধার

একদিন আলো হয়ে আসবে

দিগন্তে প্রস্ফুটিত হবে রবি

চন্দ্রিমায় আবার হবে স্নান

হিমালয়ের শুভ্র বরফ খন্ড

দূর থেকে মনে হবে শ্বেতকায়

আবারো পুর্ণ রুপে বইবে

পদ্মা মেঘনা যমুনা

যেমন ছিলো বহমান।

 

হয়তোবা থেমে যাওয়া সময়

আবারো চলবে,

আবারো একটু একটু গড়া পৃথিবী

বিস্তীর্ণ জলরাশি, মরুভূমি, শুস্ক মন

ভিজে যাবে মায়ায়!

 

আবারো খুঁজে ফেরা প্রেমিক

ফুল নিয়ে দাঁড়াবেন

শাহবাগ কিংবা চন্দ্রীমায়

খোপায় বেনীতে ফুল গুঁজে

উল্লাসে চাষ হবে ভালোবাসা।

 

এ যাত্রায় মহামারী মহাদেব

যা করে দিয়েছেন নিশ্ব!

হয়তোবা দুঃখী মানুষদের আর্তনাদে

আর কাঁদবে না বিশ্ব!

 

হয়তোবা এ যাত্রায় ও বেঁচে গেলাম

আমার জন্যে আবার ফুটবে কৃষ্ণচূড়া,

ঝাঁকে ঝাঁকে বাগান বিলাস,

পৃথিবী আবার লিপ্ত হবে তার কর্মযজ্ঞে।

সবুজে হলুদে মিল হবে সোনা রোদ,

আবার ফুটবে মুখে হাসি

সরষে ক্ষেতে দূরন্ত শিশুদের দৌড়ে!

 

আমি আবার দেখবো উল্লাসে ফেটে পরা

যুবকের জয় চিৎকার,

কৃষকের সোনালী মুখ,

শ্রমিকের ন্যায্য মূল্য

নারীর সাজানো সংসার!

 

 

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ