
একটি হ্যামিলনের বাঁশি চাই,
যে বাঁশির সুরে বিমূর্ত হবে যামিনী;
বিমূর্ত হবে অষ্টপ্রহরের ভবলীলা-
জাগ্রত হবে মানবতা, বিবেক, প্রেম।
মুছে যাবে কালিমা, জঞ্জাল;
হারিয়ে যাবে জরা-ব্যাধি, মহামারী-
সময়ের অতলান্তে।
একটি হ্যামিলনের বাঁশি চাই,
যে বাঁশিতে আনন্দের লহরী উছলে পড়বে-
ধরণীতে সমর্পিত হবে প্রণত জলাধার।
অন্তরীক্ষ সাজবে বর্ণালী ধারায় সকাল-সন্ধ্যা;
প্রকৃতির ক্যানভাসে বিচ্ছুরিত হবে রঙের প্রলেপ।
মর্ত্যলোক চির-নবীন হয়ে ফুটবে যে শুভারম্ভের জয়যাত্রায়।
হে হ্যামিলনের বাঁশি!
তোমার মদিরাক্ষীতে অধরের মদির ঢালো,
আবেশে পুলক ছড়াও ;
লোভ-লালসা, হিংসা-অহংকার ,ক্রোধ-জিঘাংসা;
বিসর্জন দাও নেশার সরোবরে;
প্রিয় বসুধাকে- পূণ্যময় করো, বাসযোগ্য করো।
৩৫টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“একটি হ্যামিলনের বাঁশি চাই,
যে বাঁশির সুরে বিমূর্ত হবে যামিনী;
বিমূর্ত হবে অষ্টপ্রহরের ভবলীলা-
জাগ্রত হবে মানবতা, বিবেক, প্রেম।
মুছে যাবে কালিমা, জঞ্জাল;”
যে বাঁশিতে মুছে যাক করোনাকাল
ঘরনী রাঙিয়ে উঠুক সুন্দর সকাল।
খুব ভাল হলো আপু। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের মতো ভালো লিখতে পারলাম কৈ? আপনি তো যা-ই লিখেন অসাধারণ লাগে। আশীর্বাদ করবেন দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
আপনার লেখাটা অনেক ভাল হয়েছে।
শুভ কামনা।
মাছুম হাবিবী
হ্যামিলনের বাঁশি ওয়ালা কবিতাটি দারুন হয়েছে। সত্যি মুগ্ধকর, আপনার কবিতাটি পড়ে হ্যামিলনের বাঁশি ওয়ালা গল্পটা মনে পড়ে গেল।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো আপনার মুগ্ধতা পেয়ে। আশা করি পরবর্তী তেও পাশে পাবো সুন্দর মন্তব্যের সাথে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
বন্যা লিপি
হ্যামীলনের বাঁশি চাই।শুধু বাঁশিতে হবে না দিদি।বাঁশিবাদকও তো লাগবে! দক্ষ বংশীবাদক না হলে শহর ইঁদুর মুক্ত কেমনে হবে?
ভালো লাগলো প্রতিকী কবিতা দিদি।
ভালো থাকবেন
সাবধানে থাকবেন।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
বংশীবাদক হবে যারা মানবপ্রেমে ব্রত তারা, যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার তারা। ধন্যবাদ আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
একজন যোগ্য বংশীবাদক সহ হ্যামিলনের বাঁশি চাই।
দারুণ লিখেছেন দিদি। আপনার এমন সুন্দর চাওয়া পূর্ণ হোক এই কামনা করছি।
সুপর্ণা ফাল্গুনী
আগে তো বাঁশি আসুক তারপর বংশীবাদক খুঁজবো তানা হলে বংশীবাদক কেমনে হবে? বাজাতে হলে আগে তো শিখতে হবে তারজন্য আগে বাঁশি চাই। ধন্যবাদ আপু 💓🌹
সুরাইয়া পারভীন
সেটাও তো
তবে তাই হোক
আগে বাঁশিই আসুক
ছাইরাছ হেলাল
এমন একটি হ্যামিলনের যাদুর বাশি পেতে আমাদের হবেই,
কিন্তু ভবলীলা সাঙ্গ হলে এত এত চাওয়া পাওয়ার কী হবে!
সুপর্ণা ফাল্গুনী
ভবলীলার নামে যা চলছে তাকে আগে বিনাশ করতে হবে তারপর সব নতুন করে আয়োজন করতে হবে, পূণ্যময় করতে হবে ধরাকে । ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
হ্যেমিলনের বাঁশির দ্বিতীয় কিস্তি কিন্তু সর্বনাসা। আমাদের দরকার প্রথম কিস্তি……..শুভ কামনা জানবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
সর্বনাশ না করলে ভালো কিছু পাবেন কিভাবে? ভালো কিছু পেতে গেলে তো খারাপের বিনাশ করতে হবে তাহলে সর্বনাশ হবেই কারো না কারো। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
হুমম, ভালো কিছু পাওয়ার জন্যই হয়তো করোনা আমাদের সর্বশান্ত করে দিচ্ছে
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক। তানা হলে পৃথিবী নিঃশ্বাস নিতে পারতো না। এতো দিন আমরা করেছি এখন প্রকৃতি সর্বশান্ত করছে। প্রতিশোধ নিলো
ইঞ্জা
আসলেই কি আমরা সেই হ্যামিলনের বাঁশিওয়ালাকে পাবো, যে পৃথিবীকে তার বাঁশির সুরে সব পঙ্কিলতাকে ঝেড়ে মুছে নিয়ে গিয়ে সমুদ্রে বিলীন করে দেবে?
খুব ভালো লাগলো আপু।
সুপর্ণা ফাল্গুনী
সাধনা করে যেতে হবে। নিশ্চয়ই ঈশ্বর সহায় হবেই । ধন্যবাদ ভাইয়া শুভ কামনা আপনার জন্য। ভালো থাকবেন
ইঞ্জা
সাধনাতে হবেনা আপু, মনটা উদার করতে হবে।
সুপর্ণা ফাল্গুনী
সাধনা , উদারতা, মানব প্রেম সবই লাগবে ভাইয়া । তানা হলে সব ভন্ডুল হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
ফয়জুল মহী
দারুণ লেখা , বেশ । ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
জিসান শা ইকরাম
সত্যিই যদি এমন একটি বাঁশি পাওয়া যেতো!
সব কিছু পাল্টে ফেলা যেত তাহলে।
খুব ভালো হয়েছে কবিতা ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই থাকলে আর কি চিন্তা! সব ভালো লাগে। আপনাদের অনুপ্রেরণা ও শুভকামনা আমার জন্য আশীর্বাদ। ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকবেন সবসময়
তৌহিদ
আমারো একটা হ্যামিলনের বাঁশি চাই। বাজানোর চেষ্টা করতাম। তবুও যদি এই মহামারি দূর্যোগ বিষণ্ণ সময় কেটে গিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারতাম!
অনবদ্য লেখনির জন্য ধন্যবাদ দিদিভাই। মুগ্ধ হলাম।
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও। চেষ্টা করুন। আমরা আপনার বাঁশি শুনবো লকডাউনের পর। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। চেষ্টা করি যতটুকু আমার সাধ্যের মধ্যে ভালো করার জন্য। বাকীটা আপনাদের সবার অনুপ্রেরণা আর ভালোবাসা। শুভ কামনা রইলো
তৌহিদ
হ্যা একটা বাঁশি কিনতেই হবে এবারে।
প্রদীপ চক্রবর্তী
প্রতিটি লাইনের প্রতিটি শব্দচয়নের প্রয়োগে আমি মুগ্ধ দিদি।
সত্যিই অসাধারণ লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা । খুব খুব খুশী হলাম। এভাবেই অনুপ্রেরণা দিয়ে পাশে থাকুন সবসময়। ভালোবাসা ও শুভ কামনা রইলো
নিতাই বাবু
ইশ! যদি এরকম একটা বাঁশি হাতের নাগালে পেতাম! তাহলে এই যাদুকরী বাঁশি বাজিয়ে এই বসুধারা থেকে ঘাতক করোনাভাইরাস শেষ করে দিতাম। কিন্তু হায়! এই আফসোস শুধু মনের মনিকোঠায় থেকে গেল। আর ঘাতক করোনাভাইরাস প্রাণ কেড়ে নিতে লাগলো হাজারে হাজার।
সময়োপযোগী কবিতা পড়ে বর্তমান অবস্থার সাথে তুলনা করেছি, দিদি।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। আমি ও বর্তমান, ভবিষ্যত নিয়ে লিখেছি। ভালো থাকবেন। ঘরে থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা
হালিম নজরুল
দোয়া করি কবিতার মত হ্যামিলিনের বাঁশি পেয়ে যান।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। পেলে তো সবার জন্যই মঙ্গল হতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা ও কৃতজ্ঞতা রইলো
সাবিনা ইয়াসমিন
এমন একটা বাঁশি হাতে পেলে নিয়তির খেয়ালের উপর নির্ভর করা লাগতো না।
কিন্তু হায়! এই বাঁঁশি কেবল রুপকথার সম্পত্তি 🙂
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক বলেছেন আপু। ধন্যবাদ আপনাকে। 🌹🌹 ভালোবাসা রইলো