
ফুল পবিত্র। ফুল সুন্দর, সব সময়েই সুন্দর। ফুল ভালোবাসে না এমন কেউ আছে! ফুল ছাড়া কোনো বাগান কি দেখতে সুন্দর হয়! ফুল ছাড়া মালা গাঁথায় সার্থকতা থাকে! যেকোনো শুভক্ষণে অথবা বিয়োগ-শোকের সমাধিতে ফুলেরই রাজত্ব দেখা যায় সবখানে।
ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল সুবাসের প্রতীক, ফুল ভালোবাসার প্রতীক। যে প্রেমে ফুল লেনদেন নেই, সেটা প্রেমই না। যেই প্রেমিক তার প্রেয়সীর হাতে ফুল রাখেনি, ঐ প্রেমিকের ভালোবাসা আধা-আধি। প্রিয়তমার সাথে যার ফুল বিনিময় হয়নি, মন বিনিময়ের বেলায় সেই প্রেমিক হলো কৃপণতার উদাহরণ। ( আমি মনে করি :))
যাকগে,কথা হলো আমরা সবাই বেশি/কম ফুল ভালোবাসি। ফুল দেখার পর মন ভরে উঠে অনাবিল আনন্দ- প্রশান্তিতে। আর যদি সেই ফুল উপহার হয়ে আসে প্রিয়জনের হাত থেকে,তাহলে তো মনের অবস্থা হয়ে যায় আন্দাজহীন। কারো কারো ক্ষেত্রে বিশেষ দিনে কাঙ্ক্ষিত মানুষের হাত থেকে ফুল পাওয়াটা তো রীতিমতো আরাধনার ব্যাপার!
আজ থেকে শুরু হবে ভালোবাসা দিবসের প্রস্তুতি। শুরুতে রোজ ডে তারপর এই ডে সেই ডের পর আসবে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সব কিছুর দিবস থাকলে ভালোবাসারও একটা দিবস থাকাটা খারাপ কিছু নয়। হোক সেটা একদিন অথবা সাতদিন। তবে এই দিবসটা যেন এই সাতদিনে সীমাবদ্ধ না হয়। যে ভালোবাসায় শুরু থাকবে শেষও থাকবে সেটা আর যাইহোক ভালোবাসা নয়।
ভালোবাসা আমার কাছে ব্যাকটেরিয়ার মত মনে হয়। ব্যাকটেরিয়া যেমন প্রানীদেহে ভালো-খারাপ উভয় কাজেই আসে তেমনি ভালোবাসা মানুষের মাঝে ভালো-মন্দ দুটোই বয়ে আনে। যার যার রুচি ও মন-মানসিকতার উপর নির্ভর করে এর সার্থকতা।
ভালোবাসা সপ্তাহ সবার জন্যে শুভ হোক বা নাহোক, শুভ কামনা থাকলো সবার জন্যেই 🌹🌹
হ্যাপি রোজ ডে ❤
৩৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভালো বলেছেন আপু। শুভ হোক রোজ ডে, শুভ হোক ভালোবাসা দিবস। শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
শুভ হোক রোজ ডে 🙂
শুভেচ্ছা আপনাকেও 🌹🌹
কামাল উদ্দিন
এই সাত দিনই আপনি কবে কি করতে হবে জানিয়ে দেবেন আপু। আমি সাতটা দিনই পালন করতে চাই। আসলে এসব কখনো করা হয়নি, এবার করে দেখতে চাই দুনিয়ায় আছে কি 😀
সাবিনা ইয়াসমিন
হাহাহা, আমাকেই বলতে হবে!
আমি খুব অলস, সাতদিনের লেখা দিতে দিতে ভালোবাসার দিনটাই হয়তো চলে যাবে 🙂
গুগলের হেল্প নিন ভাই, তাহলে তাড়াতাড়ি সব জানতে পারবেন।
রোজ ডের শুভেচ্ছা রইলো 🌹🌹
কামাল উদ্দিন
ঠিক আছে কি আর করা, রোজ ডে এর শুভেচ্ছা রইল আপু।
নীরা সাদীয়া
ভালো লিখেছেন। তবে আমি জানতে চাই রোজ ডে কবে?
সাবিনা ইয়াসমিন
আজ 🙂
রোজ ডের শুভেচ্ছা রইলো 🌹🌹
নিতাই বাবু
আসন্ন ভ্যালেন্টাইন ডে’তে আপনার জন্য থাকবে একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা! যদি কোনোএক সময় দেখা হয়ে যায়!
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা।
পৃথিবীটা গোল, একদিন দেখা হয়েই যাবে 🙂
ভ্যালেন্টাইন রোজ ডের শুভেচ্ছা রইলো 🌹🌹
নিতাই বাবু
সত্যি দিদি, পৃথিবীটা গোল!
তাইতো দেখছি সবখানে এতো গন্ডগোল!
জাগায় জাগায় লেগে আছে হট্টগোল!
দেশ জুড়ে শুনি দুর্নীতিবাজদের শোরগোল!
আমার পৃথিবী শুধুই ঘোরে!
আরজু মুক্তা
একশো লাল গোলাপ শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ।
গোলাপের শুভেচ্ছা আপনার জন্যেও 🌹🌹🌹🌹
সুরাইয়া পারভীন
কথা গুলো দারুণ মনে ধরেছে।
চমৎকার লিখেছেন। সত্যি কথা বলতে কি আমিই গোলাপ পছন্দ করতাম না।তাই বোধহয় কখনো কাউকে ভালোবাসতে পারিনি। তবে মনে হচ্ছে এবার ব্যতিক্রম কিছু ঘটবে।
সাবিনা ইয়াসমিন
আপনার এবারের ভ্যালেন্টাইন ডে শুভ হোক।
অজস্র শুভ কামনা 🌹🌹🌹🌹
সুরাইয়া পারভীন
২৬ বসন্ত গেছে
২৭ও যাই যাই করছে
এসব কোনো ডে আসেনি আমার জীবনে
আর কখনো আসবেও না। অবশ্য এসব ছাড়া যে খুব খারাপ আছি এমন কিন্তু না
হয়তো ভালোই আছি এই সব ছাড়াও
সাবিনা ইয়াসমিন
মাত্র ২৬! শত বসন্তের এক-তৃতীয়াংশ কেবল ফুরালো, আরও কত কত বসন্ত বাকি!!
গাছে কলি ফুটেছে যখন, ফুল আসবেই। কোন এক বসন্তে সেই ফুল এসে যাবে বিশেষ কারো হাত থেকে। তখন থেকেই শুরু হয়ে যাবে একেকটা ডে 🙂
ভালোবাসায় শুরু থাকে শেষ নেই। কামনা করি, আপনার ভালোবাসা আসুক এবার এই ভ্যালেন্টাইনের ডে’ তেই ❤❤
ইঞ্জা
গোলাপ দিবসের শুভেচ্ছা ও শুভকামনা আপু। 😊
সাবিনা ইয়াসমিন
গোলাপের শুভেচ্ছা আপনাকেও ভাইজান 🌹🌹
ইঞ্জা
ধন্যবাদ প্রিয় আপু।
সুপায়ন বড়ুয়া
হ্যাপি রোজডে দিয়ে শুরু
ভালবাসা সপ্তাহ দিয়ে হবে শেষ
সার্থক হবেই তবে
রোমান্টিক বাংলাদেশ।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
সম্প্রীতির উৎসবে, ভাতৃত্বের বন্ধনে
ভালোবাসায় সার্থক হোক লাল-সবুজের বাংলাদেশ।
হ্যাপি রোজ ডে দাদা ভাই 🌹🌹
ফয়জুল মহী
😍😍😍
সাবিনা ইয়াসমিন
মহী ভাই, ব্লগে শুধু স্টিকার কমেন্ট দিতে হয় না। কিছু একটা লিখে তারপর যতখুশি ইমো দিতে পারবেন। 🙂
গোলাপের শুভেচ্ছা আপনাকে 🌹🌹
ত্রিস্তান
জ্যাক ডুবে মরলেও রোজ কিন্তু বেঁচে গেছিলো। আর সে কারণেই আজ আমরা রোজ ডে পালন করছি। যাইহোক আমি গত জীবনে এই রোজ ডে তে কাউকে রোজ দিয়ে অথবা নিয়ে শুভেচ্ছা জানাই নি। এবার যাও আশা করছিলাম যে কেউ একজন আমাকে রোজ দিয়ে শুভেচ্ছা জানাবেন তাও আর হলো না 😭😭 কেবল ভার্চুয়াল রোজ !!! তবুও হ্যাপি রোজ ডে😄
সাবিনা ইয়াসমিন
এটা কিন্তু ঠিক না। মানছি আপনি মহামান্য ত্রিস্তান, তাই বলে সবাই নিজ থেকে এসে আপনাকে রোজ দিতে আসবে কেন?
মনে রাখতে হবে এই রোজ কিন্তু সেই রোজ নয়। এই রোজ স্পেশাল ডে’ তে স্পেশাল মানুষের কাছ থেকে নিতে হয়। আর সেই জন্যে অনেক সময় সিংহাসনের মায়া ত্যাগ করে বন-সমুদ্রেও যেতে হয়। ত্রিস্তান হয়েছেন তো কি হয়েছে? সোনালীর হাত থেকে মুফতেই গোলাপ পাবেন ভেবেছেন? 😎😎
মাথা খাটান, গোলাপ হাতে আনার জন্যে চেষ্টা-তদবির চালু করুন। রোজ ডে শুভ হোক বা না হোক, শুভ কামনা দিলাম। সোনালী আসুক গোলাপের তোড়া নিয়ে আসুক। 🌹🌹
ছাইরাছ হেলাল
তারিখ দিয়ে তারিখ মেপে ভালোবাসাবাসি
হতেই পারে তা, এ কলিকালে!
গোলাপের ফুলেল ভালোবাসা হলেও হতে পারে
ভাগ্যিস জোনাক-ফুল কেউ চেনেনি!
সাবিনা ইয়াসমিন
কলিকাল!
কল্পকথায় ভ্যালেন্টাইন, এসেছে কি গতকাল ?
শত-সহস্র বছর আগে বিলিয়ে গেছে ভালোবাসা,
সবই কি মিছে! কেবলই সর্বনাশা? ;
প্রেমের বাজার এখন দারুণ জমজমাট
মনের দামে প্রেম বিকোয়, কিস্তিতে কুপোকাত,
তারিখে-তারিখে মন-লেনদেনে
রাখতে নেই শেয়ার অপশন,
রোজ রোজ বিনিময়ে হবে/ হবেই প্রমোশন।
প্রেম কি কাঠালের মোয়া,
আসবে কি খোঁচায়-আলাপে?
তাইতো বলি, ভরসা রাখুন গোলাপে…
মহারাজ, জোনাক-ফুল দেখতে কেমন?
তৌহিদ
আমার কাছে এসব ডে’র কোন অর্থ নেই। আমি যাকে ভালোবাসবো তা প্রতিদিনই একই হবে ঠিক কিনা বলেন আপু?
আজ রোজ ডে ছিলো তা জানতামনা। আপনার আপু মনে করিয়ে দিয়েছে।
সবাইকে রোজ ডে’র শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
কারো কাছে প্রতিদিনই দিন, আর কারো কাছে প্রতিদিনের একদিন বিশেষ একটি দিন। যাকে ভালোবাসি বা বাসবো তাকে চিরকাল পাশে রাখবো। কিন্তু যেদিন থেকে তাকে পাশে পেয়েছি সেইদিন/ তারিখ কি ভুলতে পারবো? ভালোবাসতে বিশেষ দিন-ক্ষণ লাগে না, কিন্তু প্রিয়জনকে একদিন একটু বেশি ভালোবাসা দিলে ক্ষতি কি? 🙂
আপনার কাছে ডে’র অর্থ নেই, শবনম আপুর কাছে আছে। সে স্বরণে রেখেছে, আর আপনি আপুর জন্যে ডে’টাকে অর্থবহ করেছেন। নিজেকে নিয়ে নয়, নিজের মনের মানুষটিকে আনন্দে রাখতে সব করার যে প্রত্যয় থাকে, এটাই ভালোবাসা।
হ্যাপি রোজ ডে তৌহিদ ভাই,
শবনমকেও লাল গোলাপের শুভেচ্ছা 🌹🌹
রেহানা বীথি
রোজই হোক রোজ ডে, রোজই ভালোবাসায় ভরে থাক আমাদের জীবন। ভালোবাসা দিলাম।
সাবিনা ইয়াসমিন
অনাবিল ভালোবাসায় ভরে উঠুক প্রত্যেকের ঘর-উঠোন।
শুভ কামনা ও ভালোবাসা অবিরত আপনার জন্যে ❤❤
জিসান শা ইকরাম
জীবনে মাত্র একজনকেই গোলাপ দিয়েছিলাম, জোড়া গোলাপ 🙂
( টপ সিক্রেট )। সেই গোলাপের একটি পাপড়ি সে আমাকে দিয়েছিলো। যা এখনো অতি যত্নে একটি ডায়েরীর মাঝে গচ্ছিত রেখেছি অতি যত্নে।
আপনাকে গোলাপ দিবসের শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
জীবনে মাত্র একজনকেই গোলাপ দিয়েছেন! তাও একজোড়া!! আবার এক পিছ পাপড়ি গিফট পেয়েছেন সংরক্ষণ করার জন্যে !!!!
বুঝেছি আপনার রোজ ডে আগেই হ্যাপি হয়ে গেছে জোড়া গোলাপ বিনিময়ে 😀😀
হাহাহা, টপ সিক্রেট আর থাকলো কই?
পর্তুলিকা
গোলাপে গোলাপে ভরে থাকুক সব প্রেমিক-প্রেমিকার বাড়ি ঘর। ভালবাসা সপ্তাহটা সুন্দর ভাবেই শুরু হল সোনেলায়।
সাবিনা ইয়াসমিন
হু, ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা রইলো 🌹🌹
দালান জাহান
ভালোবাসা সবসময় স্পেশাল। দিবস নামক ব্রাকেটে আমি তাকে বন্দি করতে চাই না। আপনি ভালো বলেছেন ধন্যবাদ।
ইসিয়াক
শুভ হোক রোজ ডে।
শুভকামনা ।