হে মোর কবি! (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটন ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ১১:৫১:৪৬পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

পূব আকাশে উঠে যখন রাঙা রবি
খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিরে,
আমি খুঁজি সিক্ত ঘাসে তোমার ছবি
পূব আকাশে উঠে যখন রাঙা রবি।
যে পথ দিয়ে তুমি গেছো হে মোর কবি
আজও এ মন চায় সে’দিকে ফিরে ফিরে,
পূব আকাশে উঠে যখন রাঙা রবি
খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিরে।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৩৬৯জন ২৫০জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ