
আমি কি জানতাম?
অসময়ের প্রেমে ভালোবাসার চেয়ে বেশি থাকে হেমলক!
আচ্ছা আমাদের প্রেম যদি ঠিকঠাক সময়ে হতো তবে কি উপাধি পেতো হীরক?
আঠারো আর একুশ বছর বয়সের প্রেমই কি কেবল প্রেম?
বাকী সময়ে প্রেম হলে মূল্য চুকাতে হবে চোখের জলে,
আমি মানিনা এমন নিয়ম।
আমি তোমার বুকের জমিনে প্রেমের আবাদ দেখেছি,
ফসলের ক্ষেত বিনষ্ট হতে ও দেখেছি অসময় ঝড়ের তান্ডবলীলায়,
আমি দক্ষিণা সমীরণে ভেজা চুলে নীল আঁচল মেলে অপেক্ষা প্রতীক্ষার দাবানলে পুড়েছি অবলীলায়।
অবশেষে ফিরে এসেছি রুক্ষ মলিন ভূমে,
নীলকণ্ঠীর মতো ছটফট করেছি,
জীবন্মৃত আত্মার অপমৃত্যু মেনে নিয়েছি হেমলক প্রেমে!
আমি আর বেঁচে নেই মনে প্রাণে,
মরে গেছি আমি হেমলক প্রেম পানে!
আমার আত্মার শব নিথর পড়ে আছে তোমার উঠোনে।
তুমি চাইলেও তার সৎকার করতে পারবেনা,
শবের ব্যবচ্ছেদ দেখবে সংগোপনে।
আমি কি জানতাম?
আমাদের প্রণয়ের উপাধি হবে হেমলক প্রেম!
১০/০৫/২০২০ইং
১২টি মন্তব্য
ফয়জুল মহী
অনন্য লেখা পড়ে মোহিত হলাম।
খাদিজাতুল কুবরা
অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পাশে থাকার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার, দারুন। ভালোবাসা শুধু আঠালো উনিশেই হয়না, যেকোন সময় হতে পারে। কখন , কোন ভালোবাসা পূর্ণতা পাবে তা বলা বা বোঝাও যায়না। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা
খাদিজাতুল কুবরা
দিদি আমার এক আত্মীয়া অল্প বয়সে বিয়ে এবং বিধবা। তার দ্বিতীয় বিয়েতে কারুর সম্মতি নেই। সবাই বাচ্চাদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। যে বয়সে মেয়েটা দুই সন্তানের বিধবা জননী ঐ বয়সে অনেকে বিয়ে ও করেনা।
তাকে সারাজীবনের জন্য নির্মম একাকীত্ব উপহার দিতে চায় সবাই।
সেই ভেবেই লিখেছি।
আপনি ও সঠিক বিশ্লেষণ করেছেন।
অনুপ্রেরণা পেলাম।
ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভূতির প্রকাশ কবি কুবরা আপু
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুহৃ।
আপনাদের উৎসাহ আমার কলমের শক্তি।
ভালো থাকবেন শুভকামনা রইল।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রেমের আবেগময় প্রকাশ — আঠারো আর একুশ বছর বয়সের প্রেমই কি কেবল প্রেম?
বাকী সময়ে প্রেম হলে মূল্য চুকাতে হবে চোখের জলে,
আমি মানিনা এমন নিয়ম।
শুভেচ্ছা রইলো।
খাদিজাতুল কুবরা
আপনার মন্তব্যেে সবসময় লেখার হৃদপিণ্ড ছুঁয়ে যায়।
দারুণ বিশ্লেষণ করেন।
লেখকের পরিতৃপ্তি এখানেই।
ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
প্রেম সময় অসময় স্থান কাল পাত্র হিসেব করে আসে না।
তবে আসে সে। হতে পারে তা হেমলক-পানে।
খাদিজাতুল কুবরা
মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
আমার মনে হলো খুব বাজে লিখলাম কিনা।
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।
ভালো থাকুন।
আরজু মুক্তা
প্রেমের উল্টোদিকেই দাঁড়িয়ে থাকে হেমলক পাত্র হাতে ঘৃণা।
শুধু সুযোগ পেলেই হয়
খাদিজাতুল কুবরা
আপু একদম ঠিক বলেছেন।
আপনি ভালো থাকুন শুভকামনা নিরন্তর।