হেমন্ত

খাদিজাতুল কুবরা ২০ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ০৭:৫৭:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

আহা!
হেমন্ত ডেকে নেবে কিগো নবান্নের উঠোনে,
সোনালি ধানের শীষের ঘ্রাণে!
শিরশির হিমবাহে উত্তরের সমীরণে,
আড়মোড়া ভেঙে আলোড়ন তুলে সন্তর্পণে,
বরিষণের ছুটির লগ্নে হেমন্ত দোলা দিল মনের ঈশান কোণে।
প্রতীক্ষা সহেনা প্রাণে মাঠঘাট শুকাবে কোন ক্ষণে,
ক্ষণে ক্ষণে বেজে উঠে মনে,
এই বুঝি ঘাস ফড়িং মোরে ডাকছে একমনে।
আলপথ ধরে ছুটে চলে রাখাল বালক প্রাণপণে,
বাঁশরির সুরে মিলিত হবে প্রিয় সখি সনে।
ঋতু শব্দটি বড়ই মলিন, প্রাণহীন শহুরে জীবনে,
আমি যে আজও গেঁয়ো মনে প্রাণে!
তাই তো স্মৃতিকাতরতায় ভুগি ঋতুতে ঋতুতে মন উচাটনে।
ক্রোধহীন রোদ গোমড়া মুখী মেঘমুক্ত গগনে,
শিশির ভেজা  ঘাস গালিচার  টানে,
আমার ব্যাকুল  পিয়াসী মন হয়ে উঠে চনমনে,
মেতে উঠতে চায় বনভোজনের স্বল্প আয়োজনে।
আহা হেমন্ত!
ডেকে নেবে কিগো নবান্নের উঠোনে,
সোনালি ধানের শীষের ঘ্রাণে!
আজি চুটে যেতে চাই নিরীহ হেমন্ত তোমা পানে।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ