হেমন্ত বাবু তুমি এসো

সুরাইয়া পারভীন ২১ অক্টোবর ২০২০, বুধবার, ০৯:৩৩:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

উত্তুরে হিমেল হাওয়া বইছে

ঝিরঝির শিরশির বাতাসের-

স্পর্শে দোলাতে তনু মন!

হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে

তুমি এসো নাঙা পায়ে ধীরে ধীরে

বিহান-বেলায় শিশিরস্নাত দূর্বা ঘাস মাড়িয়ে!

তুমি এসো পথে প্রান্তরে ছড়ানো-

ছিটানো শিউলি ফুলের সুগন্ধ মেখে!

হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে

তুমি এসো কৃষকের মুখে তৃপ্তির হাসি হয়ে।

তুমি এসো নবান্ন উৎসবের আমেজে

উন্মাতাল বধুর নম্র হাতে তৈরি-

সুমিষ্ট পায়েসের ঘ্রাণে ভেসে!

হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে

তুমি এসো গাঁয়ের মেঠোপথ পেরিয়ে,

ইট পাথরের তৈরি চার দেয়ালে বন্দী-

আমার এই শহুরে জীবনে।

হেমন্ত বাবু তুমি এসো; এসো মোর গৃহে

#ছবি_নেটের

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ