হেমন্ত আসে প্রকৃতির ও সময়ের আবহে, মহান আল্লাহর অশেষ রহমতে। যখন মানুষ ক্ষুধা পেটে আহার করার খাবার পায়। হেমন্ত আসে, কার্তিকের কষ্টের দিনযাপন পর।
হেমন্ত আসে কার্তিকের খরা কেটে, কৃষকের হাসি ফুটিয়ে গোলায় ধান ভরিয়ে পেটে অন্ন আনন্দ ভরা মনে।
হেমন্তে ফোটে ফুল, প্রকৃতি সাঁজে সবুজের অরণ্যে। গাছে থাকে সবুজের বাহারী পাতার দোলা। মাঠে ধানের শিষের দোলা।ঘরের আঙ্গিনায় পথে প্রান্তরে ফোটে হরেক কালারের ফুল ফোটে মনের চিত্তে নানারকমের আবেগ, হই কবিতা আর সাহ্যিতিকের খাতায় ভরা পাতা শব্দমালায় গাথা হেমন্ত। ঘাসে সবুজের হালকা শীতের হালকা কুয়াশা শীতের আগমনী বারতা।
আল্লাহর রহমতে আসে, কিন্তু মানুষ সময়ের ও অবস্থার পর্যায়ে হইনা সবের ইচ্ছা পুরণ। থেকে যায় অমনবাসনা। কলমের ভাবনা আর মনের ভাবনা পাইনা প্রকাশ খাতায়।
আজ প্রক্রিতিতে হেমন্তের যেমন অভাব তেমন সদা সত্য কথা বলা ব্যাক্তির অভাব।
হেমন্ত ভরে থাকুক প্রকৃতির আকাশ ভরা, বাতাসে থাকুক সুঘ্রাণ। মনের থাকুক আনন্দ সর্বদা। সোনেলায় ভরে থাকুক হেমন্তের সুবাতাস।
ছবিটি নেট থেকে সংগৃহীত। সবার মন ভরে থাক আনন্দে।
Thumbnails managed by ThumbPress
১৬টি মন্তব্য
সুরাইয়া পারভিন
হেমন্ত ভরে থাকুক প্রকৃতির আকাশ ভরা, বাতাসে থাকুক সুঘ্রাণ,,,, সুন্দর প্রকাশ
মোঃ মজিবর রহমান
ধন্যব্বাদ আপু পড়ার জন্য।
সঞ্জয় মালাকার
হেমন্ত ভরে থাকুক প্রকৃতির আকাশ ভরা, বাতাসে থাকুক সুঘ্রাণ।
হেমন্ত শুভেচ্ছা দাদা শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি রইল শুভেচ্ছা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, শুভেচ্ছা জানাবেন।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
হেমন্ত এভাবেই আসে,
খুব ভালো লিখেছেন মজিবর ভাই।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাইজান।
এস.জেড বাবু
হেমন্ত ভরে থাকুক প্রকৃতির আকাশ ভরা, বাতাসে থাকুক সুঘ্রাণ। মনের থাকুক আনন্দ সর্বদা। সোনেলায় ভরে থাকুক হেমন্তের সুবাতাস।
চমৎকার হেমন্ত বন্দনা
মোঃ মজিবর রহমান
হেমন্ত বাতাসে ভাসে, ভাসে কৃষকের হাসিতে।
ছাইরাছ হেলাল
এক দম ঠিক বলেছেন,
হেমন্ত আসে আল্লাহর অশেষ রহমত নিয়ে।
ভাল হয়েছে লেখা।
মোঃ মজিবর রহমান
❤💜💛💚💚
মনির হোসেন মমি
কলমের ভাবনা আর মনের ভাবনা পাইনা প্রকাশ খাতায়।
খাটি কথা কইছেন ভাইজান। হেমন্তের শুভেচ্ছা রইল।
মোঃ মজিবর রহমান
হেমন্ত কোথায় পাব, হেমন্ত প্রকৃতিতেও নাই মনেও নাই। তাই সোনেলা পাতায় শুভেচ্ছা।
তৌহিদ
শেষ পর্যন্ত হেমন্ত বন্দনায় লেখা দিয়েছেন দেখে ভালো লাগছে ভাই। হেমন্ত সৃষ্টিকর্তার রহমত নিয়ে আসে এটা যেমন ঠিক তেমনি তেমনি সবসময় আমরা নিজেদের মতন করে এটাকে উপভোগ করতে পারিনা কিন্তু। কলম আটকিয়ে যায় ডায়েরির পাতায়, লেখা হয়ে ওঠেনা অনেক কথাই।
ভালো লিখেছেন ভাইজান।
মোঃ মজিবর রহমান
লেখা দেব কি লেখার মত পরিবেশ ও অবস্থা নাই। তারপরও লেখার উপযুক্ত আমি নই। মনের আনন্দে আসি মন্তব্য লিখি এই যা। মেধায় গরিবনা ।
মনের ভাষা কাগজে শব্দের নান্দনিকতায় লিখতে পারা খুব সৌভাগ্যের তৌহিদ ভাই।
ধন্যবাদ পাঠের জন্য।