হেমন্ত আসে প্রকৃতির ও সময়ের আবহে, মহান আল্লাহর অশেষ রহমতে। যখন মানুষ ক্ষুধা পেটে আহার করার খাবার পায়। হেমন্ত আসে, কার্তিকের কষ্টের দিনযাপন পর।

হেমন্ত আসে কার্তিকের খরা কেটে,  কৃষকের হাসি ফুটিয়ে গোলায় ধান ভরিয়ে পেটে অন্ন আনন্দ ভরা মনে।

হেমন্তে ফোটে ফুল, প্রকৃতি সাঁজে সবুজের অরণ্যে। গাছে থাকে সবুজের বাহারী পাতার দোলা। মাঠে ধানের শিষের দোলা।ঘরের আঙ্গিনায় পথে প্রান্তরে ফোটে হরেক কালারের ফুল ফোটে মনের চিত্তে নানারকমের আবেগ, হই কবিতা আর সাহ্যিতিকের খাতায় ভরা পাতা শব্দমালায় গাথা হেমন্ত।  ঘাসে  সবুজের হালকা শীতের হালকা কুয়াশা শীতের আগমনী বারতা।

আল্লাহর রহমতে আসে, কিন্তু মানুষ সময়ের ও অবস্থার পর্যায়ে হইনা সবের ইচ্ছা পুরণ। থেকে যায় অমনবাসনা। কলমের ভাবনা আর মনের ভাবনা পাইনা প্রকাশ খাতায়।

আজ প্রক্রিতিতে হেমন্তের যেমন অভাব তেমন সদা সত্য কথা বলা ব্যাক্তির অভাব।

হেমন্ত ভরে থাকুক প্রকৃতির আকাশ ভরা, বাতাসে থাকুক সুঘ্রাণ। মনের থাকুক আনন্দ সর্বদা। সোনেলায় ভরে থাকুক হেমন্তের সুবাতাস।

 

ছবিটি নেট থেকে সংগৃহীত। সবার মন ভরে থাক আনন্দে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress