রক্ষিতা রাতের তৃতীয় প্রহরে নামে আশ্বিনী ঝড়,
আমি কবিতার সুঢৌল উর্বর পাঁজরের পৃষ্ঠে পৃষ্ঠে খুঁজি -
আদিমতার লেলিহান শিখা- জোড়া ধ্বংসস্তূপ।।

সহস্র রজনী পেরিয়ে এসে কবিতার বাহুতলে আজ-
মুখ গুঁজতেই নামে বৃষ্টি- আহা সে বদন খানি অপূর্ব কারুকাজ,
অষ্টাদশী কবিতার শরীর জুড়ে- যেন আমিই রাজাধিরাজ।।

গত জনমের ভৌতিক আল্পনা ভুলে- আমার আর কবিতার সংসার,
আমিতো ধরেই নিয়েছিলাম-এ জন্মে হয়তো আর;
আমরা খুঁজে পাবো না কোন শারদীয় শেষ প্রহরের মাতাল বৃষ্টির তান।।

আমি কবিতার কোমল কপোল হয়ে গাল বেয়ে নেমে আসি গ্রীবা-দেশে,
ঈষদুষ্ণ ওষ্ঠের লালায় খুঁজি সুপেয় অমিয়ের স্বাদ -
রাত পোহালেই শুরু হবে ফল-ফসলের হৈমন্তী প্রভাত ।।

আমি শরীর বেয়ে নেমে যাই কবিতার সদ্য বেড়ে উঠা পেটের পরে,
যেখানে বুনেছি বীজ- গত বসন্তের প্রথমার্ধের দ্বিতীয় রজনীতেে,
কাবেরী নদীর জলে, আজ সে যে পরিপুষ্ট ফসলের মাঠ।।

আমি শব্দের মালা গেঁথে  ছন্দের বিনুনিতে সাজিয়েছি তারে-
মনের মাধুরী ঢেলে, তুলবো সে অনাগত ফসল এই বার,
আসছে হেমন্তে বুঝি আমার কবিতা তার খুলে দেবে দ্বার ।।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ