এসো হেমন্ত এই নবান্নে

ছাইরাছ হেলাল ২০ অক্টোবর ২০১৯, রবিবার, ০৬:৩৩:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

প্রবল প্রত্যুষে হেমন্তের সোমত্ত-সোনালী-চাঁদ
পশ্চিম আকাশ জুড়ে ম্লান আলো ফেলে রেখে
জানলা জুড়ে এসে দাঁড়ায়!

নবান্ন যে এসে গেল দোর গোঁড়ায়
সোনালী ধানে ছেয়ে যাচ্ছে সারা প্রান্তর;
শিশিরের ঘ্রাণে, উৎসবের আহ্বানে,
উঠবে আঁটি আঁটি সোনা সোনা ধান,
সুস্বাদু অন্ধকার এড়িয়ে এসে দাঁড়াবে
এ সোনালী আঙ্গিনায় চোখে চোখ ঘসে;
হে আজন্ম কৃষক, এসো এ নবান্ন-প্রাণের-উৎসবে।
অকাতর অবসাদহীন শান্তিময় প্রাণ জুড়ে।

জমি-হীন নিষ্ফলা কৃষক, লাঙলের ফলায় নেই
কবিতা-অহংকারের সুপ্ত বীজ, সুগন্ধি ডানা
হারিয়েছে সেই কখন!
হৃদয়েরে বলি, পড়ে থাকুক এই নবান্নের উৎসব
ফিরে গিয়ে-ই না-হয় হারিয়ে যাই তিমির-অন্ধকারে।

হেমন্ত-চাঁদ ঘ্রাণ-ফসল নিয়ে হাসে, নত-চোখে, নত-মুখে,
বলে, অভিশাপ দিচ্ছি এই ঘোর সকালে
আজন্ম থেকে যাবে মরুময়, কবিতা-হীন, জগৎস্বামীর কাছে
এই নিবেদন, ভূতের শিকল পড়ুক ওই পায়ে;

তবুও এসো এই নবান্নের উৎসবে কবিতাকে সাথে নিয়ে।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ