কয়েকজন নতুন ব্লগারের সোনেলা ব্লগ হেমন্ত বন্দনা উৎসব  এর লেখা জমা দেয়ার জন্য সময় বৃদ্ধির আবেদনের প্রেক্ষিতে লেখা জমা দেয়ার সময় আগামী ১৫ নভেম্বর বর্ধিত করা হলো। আগ্রহী সকলকে ১৫ নভেম্বরের মধ্যে অবশ্যই ব্লগে পোষ্ট দিয়ে লেখা জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

হেমন্তকাল আমার পছন্দের ঋতু।  না শীত না গরম হেমন্তের এমন শীতল মিষ্টি বাতাসে প্রাণ জুড়িয়ে যায় সকলের। এই প্রাণ জুড়ানো ঋতুকে স্মরণে রাখতে সোনেলা ব্লগ কর্তৃপক্ষ আপনাদের জন্য হেমন্ত বন্দনা উৎসব শুরু করতে যাচ্ছে। সবাই বসন্ত বন্দনা লিখে আর আমরা লিখবো হেমন্ত বন্দনা।

সোনেলার লেখকগণ আপনারা হেমন্তকে নিয়ে আপনাদের অনুভূতি লিখুন সোনেলা ব্লগে এবং সোনেলা গ্রুপে। গল্প, কবিতা, স্মৃতিচারণা, চিঠি যে কোন বিভাগেই লিখতে পারবেন সবাই।

লেখার শিরোনাম হবেঃ  হেমন্ত বন্দনা - আপনার লেখার শিরোনাম

এরপরে যে বিভাগে লেখা দিতে চান অর্থাৎ – গল্প, কবিতা, চিঠি, রম্য ইত্যাদি বিভাগ সিলেক্ট করে লেখা প্রকাশিত করবেন।

ব্লগের লেখাগুলোকে আমাদের সম্মানিত বিচারকগণ যাচাই বাচাই করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করবেন।

লেখা প্রকাশের শেষ সময়ঃ ১৫/১১/২০১৯ তারিখ বৃহস্পতিবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখঃ  ২২/১১/২০১৯ বৃহস্পতিবার।

নিয়মাবলীঃ

১. একজন লেখক হেমন্ত বন্দনা শিরোনামে শুধুমাত্র একটি লেখাই দিতে পারবেন। আপনার লেখার শিরোনামের পূর্বে হেমন্ত বন্দনা না লিখলে সেটি বিচারিক কার্যক্রমে আসবে না।

২. আপনার লেখাটি অবশ্যই নিজের ফেসবুক ওয়ালে এবং সোনেলা গ্রুপে শেয়ার করতে হবে।

৩. ছবি ব্লগ বিভাগে হেমন্ত বন্দনা শিরোনামে লেখা দেয়া যাবেনা।

৪. স্থান নির্ধারণের (১ম,২য়,৩য়) বিষয়ে বিচারকদের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।

৫. কিসের ভিত্তিতে লেখার মানদণ্ড নির্ধারণ করা হবে মনে প্রশ্ন এলে জেনে রাখুন – লেখা সর্বোচ্চ পঠিত, সর্বোচ্চ শেয়ার বিবেচ্য হবেনা। বিবেচ্য হবে লেখার মান, শব্দ বিন্যাসের মুন্সিয়ানা, বানান, যতিচিহ্নের ব্যবহার ইত্যাদি বিষয়গুলি যা বিচারকগন বিবেচনা করবেন।

৬. বিচারক এবং এডমিনগন হেমন্তবন্দনায় লেখা দিতে পারবেন তবে তাদের লেখা বিচারিক কার্যক্রমের আওতাধীন থাকবে না।

হেমন্ত বন্দনা উৎসবের সকল লেখার লিংক এই পোস্টে আপডেট করা হবে।

কারও কিছু জিজ্ঞাসা থাকলে মন্তব্যে বলতে পারেন।

সবাইকে হেমন্ত বন্দনা লেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুভ ব্লগিং।

============
সোনেলা ব্লগ টীম

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ