হেমন্তর বিরহী ক্রন্দন

ছাইরাছ হেলাল ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ০৯:২৪:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

 

হেমন্তের আনন্দ-দেহে এ কোন্‌ বিরহ ক্রন্দন!
নিমেষে-নিমেষে ক্ষণে-ক্ষণে কেঁদে যাওয়া,কাঁদাকাটা;
ব্যথা-লজ্জার অপঘাত অভিঘাতে দুর্বোধ্য বেদনার স্ফুটনে
আবেশে ডুবেছো ডুবায়েছো নিদ্রাহীন ছায়া পথের মায়া বিভ্রমে;

হিরণ্ময় প্রেম-অমৃত-অভিলাষী হেমন্ত,
নিত্য সুন্দরের বার্তা নিয়ে নবান্নের কানে কানে কী বল?
পৃথিবীর ঐ শেষ সীমায় রূপকথার রাতে,হঠাৎ-ব্যথায়,
ভালোবাসি ভালোবাসি? আদিম রাতের বেণীর-ফাঁদে?
নিঃসঙ্গতার ভাঁজ-ভাঁজ ছদ্মবেশে? চাঁদের প্রেত-রাতে?

কবিতার উন্মুখ স্নিগ্ধতা ঘনীভূত নবান্নের আড়াল-মেঘে!

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ