
নিশুতির বনে গিয়ে একটু না-হয় ঘুমিয়েছিলাম
তাই বলে জেগে উঠবো-না!
কেউ আমাকে ডেকে জাগাবে-না!!
হেমন্ত জ্বরে কাঁপতে থাকা মৃদু লয়ের জেগে থাকা
পূর্ণিমার ডাক, জীবন আনন্দের পথে-পথে পাশে-পাশে,
সে আমি ঠিক-ই শুনবো;
নিশি-নীরব আলসে ঘুম-খুন পায়ে পায়ে এগুচ্ছে
চৌর্যবৃত্তির খোঁজে, এ যেন বাড়া-ভাতে ছাই
নিঃশর্তের নিরীহ হেমন্ত-ডাক,সে আমি শুনবো-ই,
তুমুল অনর্গল বাঁধার কুহক-প্রাচীর পেরিয়ে;
অতি-কাছের হেমন্ত এসেছে ফিরে,
সুখের/খুশির ডালি সাজিয়ে।
ছবি নেটের।
২০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হেমন্ত আসুক, হেমন্ত বায়ে মন প্রাণ প্রফুল্ল হোক। কবির ইচ্ছা পুরণ হোক। প্রত্যাশা রাখি।
ছাইরাছ হেলাল
প্রথমে পড়ার জন্য হেমন্তের শুভেচ্ছা, আপনাকে।
মোঃ মজিবর রহমান
কবিবর আপনাকেও হেমন্তীয় শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
খাদিজাতুল কুবরা
“আহা হেমন্ত!
ডেকে নেবে কি গো নবান্নের উঠোনে,
সোনালি ধানের শিষের ঘ্রাণে।”
কি অমৃত সুধা শব্দের খাঁজে খাঁজে মুগ্ধ হয়ে পড়লাম কয়েক বার।
আমাদের প্রতিটি ঋতুই নতুন মোহে ডেকে নেয়,
এতো সুন্দর অপরুপ শোভা আর কোথাও নেই।
খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
এত সুন্দর লেখাটি কার!! আরটুকু কই !!
এ এমন কিচ্ছু না, শুধুই অনুভূতির সামান্য প্রকাশ চেষ্টা,
তাও আপনি/আপনারা পড়ছেন বলে.
ভাল থাকুন অনেক, পড়ে পড়ে।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপনার কবিতা পড়ে মাথায় দুটো লাইন মাথায় এলো তাই লিখেছি।
আপনি ও খুব ভালো থাকুন।
আরজু মুক্তা
“হলুদ গাঁদার ফুল
এনে দে, নইলে বাধঁবো না চুল।” গাঁদা কিন্তু হেমন্তের ফুল। হলুদ গাঁদা চিঠি লিখে কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে।
সৌন্দর্য পরতে পরতে। একটু মন দিয়ে দেখতে হবে।
হৈমন্তী শুভেচ্ছা
ছাইরাছ হেলাল
ভাল করে দেখে দেখে আমাদের জন্য কিছু নিয়ে আসুন। একা একা দেখা ঠিক -না ঠিক-না।
আপনাকেও শুভেচ্ছা হেমন্তের।
সুপর্ণা ফাল্গুনী
হেমন্তের শুভেচ্ছা ও শুভকামনা।আহ্ কি আনন্দ আকাশে বাতাসে! হেমন্তের শীতল পরশ কবির মনকে খুশীর বরষায় ভিজিয়ে দিল । সুন্দর হয়েছে কবিতা। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
নুতন ঋতুকে বরণ করে নিচ্ছি হৃদয় মেলে।
আপনিও ভাল থেকে লিখতে থাকুন।
সুরাইয়া পারভীন
ভেঙ্গেছে কলিসর কানা তা বলে কি প্রেম দেবো না!
যতোই দুঃসময়ের অতলে তলিয়ে থাকে/থাকি না কেনো হেমন্তের ডাকে কবি মন উঠবে না জেগে তাই কি কখনো হয়! সমস্ত বাঁধা বিপত্তি পেরিয়ে কবিতা হেমন্তের ডাক শুনে ঠিকই দিচ্ছে সাড়া।
চমৎকার হয়েছে কবিতা খানা
ছাইরাছ হেলাল
হেমন্তের ডাক লেখক শুনতে পাচ্ছে, আপনি চুপে কেন!!
হেমন্ত কারো একার না, আপনার ভাগটুকু দেখান আমাদের, আপনার চোখেও দেখি।
ধন্যবাদ আপনাকে।
সুরাইয়া পারভীন
আমি তো লিখতেই ভুলে গেছি। হেমন্ত বাবু ধরা দিচ্ছে না যে লেখায়। তবুও চেষ্টা করবো
ছাইরাছ হেলাল
আপনি তো খালি কঠিন কঠিন লেখা লেখেন !!
এবারে একটু আমাদের মত সহজ লেখায় আসুন।
ব্যাপার না, আমরা পাঠক তো আপনার সাথেই থাকি।
সুরাইয়া পারভীন
আহা! এ আমার প্রত্যাশিত স্বপ্ন কবে আপনার মতো করে লিখতে পারবো? পারি না যে। তাই যা ছাতা মাথা মনে আসে লিখে যাই
রেজওয়ানা কবির
ভাইয়া হেমন্তের আগমনেই আমরা আসলাম আপনার কবিতা পড়তে। ভাবলাম যাই একটু সুখের ডালা থেকে সুখ নিয়ে ফিরি।ভালো লাগল।শুভকামনা ।
ছাইরাছ হেলাল
এখানে আসার জন্য অবশ্যই ধন্যবাদ ও হেমন্ত শুভেচ্ছা।
ভাল থাকুন।
তৌহিদ
আপনার লেখা পড়ে মনে গেলো এইতো সেদিনই হেমন্ত বন্দনা উৎসব করেছি সবাই মিলে। একবছর হয়ে গেলো!!
এবারে নানাবিধ স্বপ্ন দুঃসপ্ন মিলেমিশে একাকার হয়ে আছে। সকলে ভালো থাকুক এটাই চাই।
ছাইরাছ হেলাল
সময় বয়ে যায় সবার অলক্ষ্যে, আমরা শুধু সাক্ষী থাকি।
আমরা সবাই ভাল থাকব এই কামনা করি.