হেমন্ত এলে

কামরুল ইসলাম ১২ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৮:১৯:৪৭পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

হেমন্তের  শেষে নবান্নের ঘ্রাণ

হিম শীতল হিজলে প্রাণ

শাখে  সবুজ পাতা, কাননে কুঁড়ি

আগমনী শীতের বারতা, কাতর বুড়ি

সোনা ঝরা রোদে শিশির মাখা

হেমন্তের বিকেলে আলপনা আঁকা

প্রেয়সীর চুলে সুগন্ধি বেণী

সর্ষে ফুলে প্রকৃতি যেন ঋনি

হাস্নার সুবাসে,  মাধুরী আসে নেমে

কবি প্রেম, অনন্তকাল এখানে আছে থেমে

বিরহ গাঁথা, কত কথা বুকে জমা

হেমন্ত যায়,  হেমন্ত আসে,  আসে না প্রিয়তমা

তার লাগিয়ে কাঁদে প্রাণ, বাঁধে স্বপ্ন বুকে

হেমন্ত এলে, প্রকৃতি জাগে বৈরী অসুখে  ।

 

রচনা কাল  ঃ ১২/১১/২০২০

ঢাকা

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ