হেমন্ত! এলে তাহলে!

ছাইরাছ হেলাল ১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ০৫:২৪:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

রজনীগন্ধার আড়াল নিয়ে কোন এক
চেনা/অচেনা সৌরভে ভেসে ভেসে এলে!
স্তব্ধের গভীরতায় গভীর হেমন্ত সকালে;
শিশিরে শিশিরে আগলে রেখে,
ঘাস ফুল আর মৌ-গুঞ্জনে;

এ কোন্ নিঃশ্বাস-বিবশ সকাল!
এ কোন্‌ সোনা-রোদ-ঝলক!
চকিত মুহূর্তের নিস্তব্ধতায় এঁকে দিলে
এ কোন্‌ উদ্ধত নরম শব্দহীন রক্তাক্ত-স্নান!
এক জলজ্যান্ত ক্লান্ত-সুখ-স্বপ্ন,
মহুয়া-গন্ধে ঘুমহীনের জীর্ণ অন্ধকার-রাত শেষে;

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ