হেমন্তের শিশির

ছাইরাছ হেলাল ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ০২:৫০:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

শিশির-বেলা দিঘলতর সোনা-ফসলের
ক্ষেত জুড়ে, ঢেউ বয়ে যায়, মুহূর্ত-উৎসবের
অবিস্মৃতিপ্রবণ মশগুলতায়; পরীদের সাথে,
এ যেন প্রতীতি হেমন্তের উত্তরাধিকার।

সংশয়ী স্বাপ্নিক মগ্নতার সন্তাপহীন আনন্দ-স্রোত
অনবরত ছুঁয়ে যায় কৃষকের সোনালী শয়ান,
অপারঙ্গমতার আত্ম পরিচয় ভুলে একান্নবর্তী
হেমন্তের-কৃষক পরিবারে আজ বিজেতার সচ্ছলতা।

নূতন ধানের গন্ধ-মেঘে সেজেছে সে প্রণয়ীর বেশে
অন্তরে বেঁধেছে বাসা ভালবাসার, ভালবাসিবার তরে
দূর থেকে কাছে, আরও কাছে।

ছবি... নেট থেকে নেয়া।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ