হেমন্তের পণ

সাবিনা ইয়াসমিন ১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ০৪:৫৪:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

 

হেমন্ত আজ পণ করেছে খুবলে খাবে কবিতার হৃৎপিণ্ড,
ছড়ানো-জড়ানো এলেবেলে শব্দদের
বারোটা-তেরটা বাজিয়ে তাণ্ডবে মত্ত হবে সে;

হারালে হারাক নাকের নোলক
বিদিশায় পথ হারিয়ে উদ্দেশ্যহীনতায় কাঁদুক পাঁচালী কবি,
তাতে কি! কবিতা তার চাই-ই চাই;

রাতের অন্ধকার ফুঁড়ে,
মায়া-কাঁথা-কাঞ্চনের উষ্ণ আমন্ত্রণ-কে নিকুচি দিয়ে
আধ-চোখে, কাদা-ঘুমে পড়বেই সে, এক মহাকাব্য..

হায়, কবিতা
এবার এসো অ-কবিতায়,
অবগুণ্ঠন মুক্ত হয়ে, লাজ-ভাঙা নিদারুণ বৈভবে
ছলা-কলা নির্বাসিত করে।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ