হেমন্তের চাষাবাদ

সাবিনা ইয়াসমিন ১৮ নভেম্বর ২০২০, বুধবার, ১১:৩৬:১৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

 

আমরা আমাদেরই ছিলাম কোন এক রাত জাগা রাত্রিতে,
শত জনমের স্বপ্নেরা ঘিরে ছিলো বিহ্বলিত উন্মাদনার সাক্ষী হয়ে
অতঃপর আমরা আমাদের হলাম;
ভাঁজখোলা রাতের প্রতিফোঁড়ের উষ্ণতায় জমেছিলো মহাকালের নির্যাস,
জন্ম-জন্মান্তরের নির্যাস পানে আমরা অমরত্ব পেলাম।

প্রতিদিন হতে এক-একটা আস্ত দিন ফুরিয়ে এলে আমরা অপেক্ষা করি আমাদের,
দিন পেরোনো প্রতিদিন শেষে
প্রতিরাত্রিতে বেঁচে উঠি নবজাতকের মতো,
নতুন বোল, নতুন আশা-ভাষার বিনিময়ে উজাড় হয় উৎপন্ন চাহিদা-চাওয়ারা।

লু-হাওয়ায় পুড়ে অঙ্গার ভালোবাসার বাস্তুভূমি
সোনা জোসনায় হাসে নদী, সোনালী স্পর্শ-প্রতীক্ষায়,
চাহিদা চাষবাসের এইতো সময়!

দিন শেষে, সব রাত্রিদিনে আমরা আমাদেরই থাকবো
বদল হওয়া আমি তুমি হয়ে..।

 

* অ-কবিতা
* ছবি-  জিসান শা ইকরাম

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ