
আমরা আমাদেরই ছিলাম কোন এক রাত জাগা রাত্রিতে,
শত জনমের স্বপ্নেরা ঘিরে ছিলো বিহ্বলিত উন্মাদনার সাক্ষী হয়ে
অতঃপর আমরা আমাদের হলাম;
ভাঁজখোলা রাতের প্রতিফোঁড়ের উষ্ণতায় জমেছিলো মহাকালের নির্যাস,
জন্ম-জন্মান্তরের নির্যাস পানে আমরা অমরত্ব পেলাম।
প্রতিদিন হতে এক-একটা আস্ত দিন ফুরিয়ে এলে আমরা অপেক্ষা করি আমাদের,
দিন পেরোনো প্রতিদিন শেষে
প্রতিরাত্রিতে বেঁচে উঠি নবজাতকের মতো,
নতুন বোল, নতুন আশা-ভাষার বিনিময়ে উজাড় হয় উৎপন্ন চাহিদা-চাওয়ারা।
লু-হাওয়ায় পুড়ে অঙ্গার ভালোবাসার বাস্তুভূমি
সোনা জোসনায় হাসে নদী, সোনালী স্পর্শ-প্রতীক্ষায়,
চাহিদা চাষবাসের এইতো সময়!
দিন শেষে, সব রাত্রিদিনে আমরা আমাদেরই থাকবো
বদল হওয়া আমি তুমি হয়ে..।
* অ-কবিতা
* ছবি- জিসান শা ইকরাম
২৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
কাব্যপাঠে বেশ ভাবনা পেলাম কবি আপু অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
দিন শেষে, সব রাত্রিদিনে আমরা আমাদেরই থাকবো
বদল হওয়া আমি তুমি হয়ে..। অসাধারণ অ-কবিতা য় ভালো লাগা জানিয়ে গেলাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
সাবিনা ইয়াসমিন
সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
ঋতু গুলো ক্রমেই সরে যাচ্ছে।
বিকেল পেরিয়ে সন্ধ্যার সাঁঝবাতি অনেকটা পলাতক।
একে একে পলাতক হচ্ছে নিজের ভাবনা গুলো।
আবারও আমরা সাজিয়ে রাখতে চাই
দিন শেষে, সব রাত্রিদিনে আমরা আমাদেরই থাকবো
বদল হওয়া আমি তুমি হয়ে..।
বেশ ভালো ভাবনা, দিদি।
সাবিনা ইয়াসমিন
পলাতক ভাবগুলো নিখোঁজ হয়ে যায় সরে যাওয়া ঋতুর সঙ্গী হয়ে,
তবুও আশায় বুক বাঁধি নব ভাবনায়, নূতন স্বপ্নে।
ভালো থেকো, শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
মনোমুগ্ধকর শব্দের অনন্য লেখনশৈলী। অনাবিল শুভকামনা সর্বক্ষণ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
বিহ্বল উন্মাদনা পাঠক লেখায় টের পাচ্ছে, বেশ কড়কড়ে লেখা,
তবে বিভাগ টি খুব সাময়িক আকান্ত অনুভূতি হলে ভাল হতো !!
তছনছের ডাঙ্গর লু- হাওয়া ঐ তো কাছেই দাঁড়িয়ে।
সাবিনা ইয়াসমিন
হেমন্তের রোঁদ কড়কড়েই হয়। রোঁদে গেলেই টের পাবেন।
আর বিভাগ! আজ পর্যন্ত অ-কবিতা বিভাগটাই খুঁজে পেলাম না 🙄
শামীম চৌধুরী
কবিতার মাধ্যম্যে দারুন অনুভূতির প্রকাশ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাইজান।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
নাহ্…..এ চাষাবাদের যথাযথ মূল্যায়ন করার মত ভাষার খরায় আক্রান্ত হচ্ছি ভীষণ। শুধু ডুবে গেলাম শব্দের মোহে। দুর্দান্ত লেখায় মন্তব্য করার দরকারই হয় না! সময় করে লেখাটা ইনবক্সে দিও তো! এটা কন্ঠে তুলতে সাধ জেগেছে মনে।
সাবিনা ইয়াসমিন
এ আমার পরম প্রাপ্তি।
ভালো থেকো, ভালোবাসা নিও ❤️❤️
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ কবিতা। ভালো লাগা রইল।
শুভ কামনা। শুভ সকাল।🌹🌹
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
অসাধারণ কবিতা।
শুভকামনা
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
বাহ্যিক বদল হলেও ভালোটুকুতো আর বদল হয়না। সময়ে ভালোবাসার রুপমাধূর্য পরিবর্তিত হলেও ভালোবাসাযুক্ত ভালোবাসা রয় অপরিবর্তিত। চাওয়াপাওয়া পূর্ণতা পাক এটাই কাম্য।
চমৎকার লেখা পড়লাম আপু। শুভকামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
চাওয়া পাওয়া বদলায় সময় এবং চাহিদার তাগিদে কিন্তু ভালোবাসা অপরিবর্তনীয়।
চমৎকার বিশ্লেষণের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
দিদি, অসাধারণ লেখা পড়লাম,
সত্যি, দিন শেষে, সব রাত্রিদিনে আমরা আমাদেরই থাকবো
বদল হওয়া আমি তুমি হয়ে..।
শুভ কামনা দিদি।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। শুভ কামনা নিরন্তর 🌹🌹
সঞ্জয় মালাকার
আপনাকে ধন্যবাদ দিদি,
দিদি কাজের ব্যস্ততায় আসতে পারিনি, তবে এখন থেকে নিয়মিত আসার চেষ্টা করবো।
দালান জাহান
“আমরা অপেক্ষা করি আমাদের, দিন পেরোনো প্রতিদিন শেষে” একটি নতুন যতিচিহ্ন, একটি নতুন মোড়কে মোড়ানো আশা বিশ্বাসের দরজায় বুনে দেই অনাগত ভবিষ্যতের অজানা বীজ।
বদলে যাওয়াই মানুষের জীবন। খুব সুন্দর লিখেছেন কবি। অভিনন্দন
সাবিনা ইয়াসমিন
চমৎকার কাব্যময় মন্তব্যর জন্য অশেষ ধন্যবাদ দালান ভাই। ভালো থাকুন, নিয়মিত লিখুন।
শুভ কামনা 🌹🌹