হেমন্তের উৎকণ্ঠা

ছাইরাছ হেলাল ৩১ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ০৫:১৪:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

 

“বৃষ্টির জলের দাগ মুছে গেছে একদিন সকালের রোদে।” রুদ্র।
চকিতে দেখতে পাবে/শুনতে ও পাবে
নিস্তব্ধতার তীব্র দীর্ঘ নিঃশ্বাস,
প্রখর রৌদ্র-চঞ্চলতার শেষহীন ব্যাকুলতা
অচঞ্চল ফসলের মাঠ জুড়ে,
মৌন হৃদপিণ্ডের শেষ আক্ষেপে;

ইঁদুর এখন নিয়ে যাচ্ছে/নিয়ে নিচ্ছে
বুক জুড়ে মুড়ে রাখা/থাকা সোনা সোনা ফসল;
ছিল না এখানে কোন উদ্ধত যমদূত,
নীরবে নিরবধি কাল বয়ে যাওয়া
বাঁক-হীন একটি নদী ছিল,
ছিল, নীল-নির্জন সফেদ সমুদ্রের বালিয়াড়ি,
দিগন্ত প্লাবিত স্নিগ্ধ আবেগের তপ্ত ভালোবাসা;

কিন্তু আজ শুধুই নির্মম রৌদ্রের আসা-যাওয়া,
সারা মাঠ জুড়ে আলোড়িত অগ্নিরেখা;
নিস্তরঙ্গ কাল-স্রোতের উৎকণ্ঠিত হেমন্তে।

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ