হেঁয়ালি-ভরা অনাসৃষ্টি

ছাইরাছ হেলাল ১৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৭:১৮:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

 

ফুঁসে ওঠা জলরাশি ছুঁড়ে দ্যায় শুধুই
ডুব-যন্ত্রণা ফি বছর,
সোমত্ত-বান প্লাবন মেলে শুধুই
ভাসিয়ে দেয়, ভাসিয়ে নেয়,
প্রকৃতির এ এক হেঁয়ালি-ভরা অনাসৃষ্টি।

বিভাজিত হৃদয়ে শুধুই হারানোর বেদনা
বাঁধ ভাঙ্গা জলের তোড়ে তাও চাপা পরে যায়,
গোটা প্রান্তর জুড়ে শুধুই সফেদে ভাসে যাওয়া
বিপুল বিস্তৃত বিন্যাসে;

অভিবাসহীন খাঁ খাঁ শূন্যতায় শুধুই নিরন্তর নির্জনতা,
মেঘ-জলের নির্মম-কঠিন আবরণ কেটে তর্কাতীত
ফুরফুরে ঝিলিমিলি নীলাকাশ একদিন ঝুঁকিহীন
সান্নিধ্যের-তাড়া করবেই, জানি।

ছবি নেটের।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ