হেঁটে হেঁটে

বনলতা সেন ২৪ জুন ২০১৩, সোমবার, ১২:৫৬:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

ছায়া পথে হেঁটে হেঁটে
খুঁজে নেয়ার ত্যাঁদড় পরীক্ষা সে আমি দিচ্ছিনে ,
দেব ও না কোন কালে ।

চাই না ...দেখাদেখি কানাকানি
চাই...কথা না বলা
চাই না ...হাসি-কান্না মাখামাখি
চাই...আনন্দহীন আনন্দ
চাই...কালো রঙয়ের সততা আমার থেকেও ঢের বেশি ;

চাই ই ...আলো ফেলে আনমনে হেটে যাওয়া মেঠো পথ ধরে
শীতের গ্রীষ্মে ও বর্ষায় , অপেক্ষার শেষ প্রান্ত সীমায় ।
পাথুরে দেয়ালে মাথা ঠুকে মাথা বিহীন করোটিতেও
নেই কোন আপত্তি জন্ম জন্মান্তরে ।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ