হেঁটে যায় আর্য নারী

ছাইরাছ হেলাল ১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ০২:২৯:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

পূর্ণ-ভোরে হালখাতার কথা ভাবি

বুকে নিয়ে করোনার চৈত্র-দাহ,

এই যে আলপথ বেয়ে হেঁটে হেঁটে এসেছি

হাজার বছর, বংশ/পুরুষ পরস্পরায়

গ্রীষ্ম শীত বর্ষা ও মধু-বসন্তে,

সব আজ ম্রিয়মাণ/মিসমার যন্ত্রণার সমুদ্র-সীমায়;

স্মৃতির প্রত্নত্ত্বে নাবালকের মৃদু চাহুনি

সুখ-দুঃখের স্মৃতি-বিস্মৃতি অর্ধবৃত্তের অন্ধকারে।

 

অনন্ত-স্বাধীন মৃত্যুহীন উৎসব-ভালোবাসার স্বপ্ন দেখি,

স্বপ্ন দেখি সফেদ বালিয়াড়িতে আছড়ে পড়া নীল-সমুদ্র-তুফান,

জি-স্পটে চোখ-ছুঁড়ে আলতো পায়ে হেঁটে যাওয়া আর্য নারী, স্বপ্নে আঁকি।

 

ছবি.......নেটের।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ