হৃদ পোক………।।

সীমান্ত উন্মাদ ২৬ জুলাই ২০১৫, রবিবার, ০৫:৩১:২৩অপরাহ্ন বিবিধ ৪০ মন্তব্য

হৃদ পোকা!

বলল হে মানুষ!

আমি  বড় সুখি একটা প্রানি

জীবন জুড়ে চাইনা কিছু আর

শুধু ছেড়ে দাও তুমি আমার নুড়িখানি।

 

মানুষ তখন বড়ই অবাক হলো

এতো অল্প চাওয়া কেন তার!

এই জীবনে সুখ হাঁসে না কেন?

সুখের জন্য কত কি দরকার!

 

এই গল্পের শেষ যেখানেই হোক

সবাই আমরা সুখি হতে চাই,

আমিও চলছি একি কিনারাতে

এমনি একটা নুড়ির আশায়

একটা ছোট নুড়ির আশায়!!

 

সবাই কি আসলেই তাই। সুখ সুখ করে পাগল সবাই দুঃখের খোঁজ নেই কারো? কেন? নিশ্বাসে যখন বিষ ঝরে, বিবেক যখন অন্ধকারে, তখনও মানুষ কেন সুখের ভেলায় ভাসতে চায়? দুঃখের আত্মিক উপলব্ধি কি জরুরী না? এখন শত ভাগ শিউর আমি মাথা পুরাটাই এলোমেলো হয়ে গেছে। সত্যিকারের উন্মাদে পরিনত হয়ে গেছি আমি!

 

বিঃদ্রঃ এই পোষ্ট পড়ার পর অনেক আপু সহব্লগারের গান মনে হতে পারে। নীলাঞ্জনা আপু গিটারিস্ট খুজতে পারেন গানটা করার জন্য। তাই উন্মাদই মোবাইলে রেকর্ড করে দিয়ে দিলাম। কারন উন্মাদও মাঝে মাঝে গীটার বাজায়।

গানটি মোবাইলে রেকর্ড করা, শুধু গীটার বাজানো সাথে, তাই শুনতে ভালো নাও লাগতে পারে। খারাপ লাগলে উন্মাদরে গালিও দিতে পারেন। কোন সমস্যা নাই। উন্মাদ জন্ম থেকেই জ্বলছে, তাই কিছু মনে করবে না।

Hrid poka

 

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress