সব গান সব সময় ভালো লাগেনা। পরিস্থিতি, সময় এবং মন উপযোগী গান শুনলে তা ঐ সময়ে ভাল লাগবেই। দুঃখের সময় কখনোই ধুমধারাক্কা টাইপের গান ভাল লাগবে না, তেমনি আনন্দের সময় দুঃখের গান ভাল লাগবে না। ভাল লাগা নির্ভর করে পরিস্থিতি এবং সময়ের উপর।
বাউল চিশতীর গাওয়া যদি থাকে নসীবে গানটি আজ দুপুরে শুনলাম, পরিস্থিতি, সময়, মন উপযোগী হওয়ায় গানটি হৃদয়ে দাগই কেটে গেলো। সুর, রিদম, মিউজিক সব কিছু মিলিয়ে গানটি এতই ভাল লেগেছে যে প্রিয় সোনেলায় তা শেয়ার করলাম।

যদি থাকে নসিবে
আপুনি আপুনি আসিবে,
যদি থাকে নসিবে
আপুনি আপুনি আসিবে,
জোর করে মন হরন করোনা ওরে ছলনা
এই যে ভীষন যন্ত্রনা।

যদি থাকে নসিবে
আপুনি আপুনি আসিবে,
যদি থাকে নসিবে
আপুনি আপুনি আসিবে,
জোর করে মন হরন করোনা ওরে ছলনা
এই যে ভীষন যন্ত্রনা।

আপন মন হই যদি মনের মতন, ......
মনে মন করে আকর্ষন
সে মনে আর ঘুণে ধরে না, রে মন ধরে না
সেই মনে আর ঘুণে ধরে না।
ভাল লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে
তাড়ায়া দিলেও সরে না রে মন সরেনা
এই যে ভিষণ যন্ত্রনা।

বেহায়া মনা
সামসুল হকে
আষাঢ় মশাল জেলে বুকে।
অন্ত্রে যন্ত্রে করে সাধনা
রে মন মিলে না,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা
মন চুরা হালিমশা
নিদয়া নিঠুর পাষান
আখি জলে মন টলেনা রে মন টলেনা।
এই যে ভীষন যন্ত্রনা।

যদি থাকে নসিবে আপুনি আপুনি আসিবে,
জোর করে মন হরন করোনা ওরে ছলনা
এই যে ভীষন যন্ত্রনা।

বেহায়া মনটা লয়া
আমি তোমারে ভালবাসিয়া
আইজ আমার ঘটিল জঞ্জাল।

শিল্পী : চিশতী বাউল

https://www.youtube.com/watch?v=44E6xD8YJL0

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress