অহঙ্কারী চাঁদ...

আজ চাঁদের প্রবল জ্যোৎস্না ঝরে পড়ছে এই রাতদুপুরের ঘুম ঘুম বালিশে।
আমি বসে আছি জানালার পাশে;
বাতাস তার মায়ায় জড়িয়ে রেখেছে আমায়।
'আমার হৃদয়' : তুমি আজ নীল এক চাঁদ,
রাত্রির ক্ষত ঢেকে রেখেছো।

অশান্ত সমুদ্র যেভাবে তার নোনাজলে ঢেউ তোলে জ্যোৎস্নার বর্ষণেও বদলায় না তার চরিত্র
ঠিক সেভাবেই মাতাল হয় মন।
রোজ, রোজ, প্রতিদিন---
অথচ অহঙ্কারী চাঁদের পরাজয় হয়না
শুধু হৃদয়ে গ্রহণ লাগে।

চন্দ্রাহত কোনো এক কবি হয়তো আজ ফিরে গেছে হৃৎপিন্ডের মৌন অক্ষরে।

হ্যামিল্টন, কানাডা
২ জুলাই, ২০১৮ ইং।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ