হৃদয়ের শূন্য মাঠে

সঞ্জয় মালাকার ১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ০৩:১১:১৩অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

তুমি ক্ষনিকের আনন্দ,
জীবন জুড়ে যার এতো সঙ্কট, তার কাছে পাওয়া আনন্দ একটা উৎসব।
কি নিদারুণ নিষ্ঠুর যন্ত্রনা নেশা, সে প্রতিক্ষার
যদি তুমি যানতে গো বিধাতা।

হৃদয়ের শূণ্য মাঠে,,

তুমি হৃদয়ের শূণ্য মাঠে সুখ অপেক্ষা
ক্যানভাসের বুক চিরে আমি দেখি সুখের দুনিয়া,
ভরা হৃদয়ে কল্পনা এগিয়ে, একান্ত অনুভূতি ভালো লাগা
তুমি হৃদয় বন্দী মায়া শূন্যতা শুধুই শূণ্য ।

এক কৈশোরের দুরন্তপনায় -
স্বপ্ন এঁকেছিলাম একান্ত নিরবতার
এক রাশি শুভ্রতার মাঝে!
সুখ তুমি থাকো কত দূরে, যদি ঈশ্বর আল্লাহ বলত এসে।

কেউ আঁকে চোখে, আমি রেখেছিলাম বুকে
সুখ তুমি পালিয়ে গেছ কতটা দূরে,
সাদায় আর কালোয় কি নিদারুণ সৃষ্টি করেছে বিধাতা
আমার স্বপ্ন গুলো আঁধার মাঠের মধ্যে।

ব্যাকূল হয়ে উঠে নিশ্বাস -
কি পাপ করেছিলাম জন্মিতে আলোর ভুবনে,
কি নিদারুণ সৃস্টি শিল্পীর সেঁতসেঁতে সেই রংয়ের সাঝে,
বিধাতা আমার কপাল পোড়া, আমার স্বপান গুলু যে আঁধারে।

যেন ঝড়, মেঘ, ঝর্ণা আমার দুটি নয়নে
ঢেউ উঠে অশান্ত আকাশে -
কৈশোর আনন্দে ফোটে উঠে আলো নয়নে,
হৃদয় ক্যানভাসে সূর তুলে সুখের দুনিয়া।

হে বিধাতা সাদা আর কালোয় - সৃস্টি
কি নিদারুণ নিষ্ঠুর মানব,
নির্বাক দৃষ্টিতে ধ্বংস হয়ে উঠে নতুন মুখ
আমি সূর মিলাই, বেকূল হয়ে উঠে নিশ্বাস।

সঞ্জয় মালাকার //

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ