
তুমি ক্ষনিকের আনন্দ,
জীবন জুড়ে যার এতো সঙ্কট, তার কাছে পাওয়া আনন্দ একটা উৎসব।
কি নিদারুণ নিষ্ঠুর যন্ত্রনা নেশা, সে প্রতিক্ষার
যদি তুমি যানতে গো বিধাতা।
হৃদয়ের শূণ্য মাঠে,,
তুমি হৃদয়ের শূণ্য মাঠে সুখ অপেক্ষা
ক্যানভাসের বুক চিরে আমি দেখি সুখের দুনিয়া,
ভরা হৃদয়ে কল্পনা এগিয়ে, একান্ত অনুভূতি ভালো লাগা
তুমি হৃদয় বন্দী মায়া শূন্যতা শুধুই শূণ্য ।
এক কৈশোরের দুরন্তপনায় -
স্বপ্ন এঁকেছিলাম একান্ত নিরবতার
এক রাশি শুভ্রতার মাঝে!
সুখ তুমি থাকো কত দূরে, যদি ঈশ্বর আল্লাহ বলত এসে।
কেউ আঁকে চোখে, আমি রেখেছিলাম বুকে
সুখ তুমি পালিয়ে গেছ কতটা দূরে,
সাদায় আর কালোয় কি নিদারুণ সৃষ্টি করেছে বিধাতা
আমার স্বপ্ন গুলো আঁধার মাঠের মধ্যে।
ব্যাকূল হয়ে উঠে নিশ্বাস -
কি পাপ করেছিলাম জন্মিতে আলোর ভুবনে,
কি নিদারুণ সৃস্টি শিল্পীর সেঁতসেঁতে সেই রংয়ের সাঝে,
বিধাতা আমার কপাল পোড়া, আমার স্বপান গুলু যে আঁধারে।
যেন ঝড়, মেঘ, ঝর্ণা আমার দুটি নয়নে
ঢেউ উঠে অশান্ত আকাশে -
কৈশোর আনন্দে ফোটে উঠে আলো নয়নে,
হৃদয় ক্যানভাসে সূর তুলে সুখের দুনিয়া।
হে বিধাতা সাদা আর কালোয় - সৃস্টি
কি নিদারুণ নিষ্ঠুর মানব,
নির্বাক দৃষ্টিতে ধ্বংস হয়ে উঠে নতুন মুখ
আমি সূর মিলাই, বেকূল হয়ে উঠে নিশ্বাস।
সঞ্জয় মালাকার //
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সাদা আর কালোর ভুবনে রুষ্ট নিষ্ঠুরতায় আমাদের অনেক কিছুই হারিয়ে যায়।
সঞ্জয় মালাকার
সত্যি দাদা রুষ্ট নিষ্ঠুরতায় আমাদের অনেক কিছুই হারিয়ে যায়।
তবুও মেনেনিতে পারিনা। ধন্যবাদ শ্রদ্ধে দাদা।
সাবিনা ইয়াসমিন
ব্যাকূল হয়ে উঠে নিশ্বাস –
কি পাপ করেছিলাম জন্মিতে আলোর ভুবনে,
কি নিদারুণ সৃস্টি শিল্পীর সেঁতসেঁতে সেই রংয়ের সাঝে,
বিধাতা আমার কপাল পোড়া, আমার স্বপান গুলু যে আঁধারে।,,,,,
সব রঙ ম্লান হয়ে যায় সাদা-কালোর ক্যানভাসে।
ভালো লাগলো পড়ে।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দিদি, অনেক অনেক ভালো লাগা রইলো।
এস.জেড বাবু
চমৎকার ছবির সাথে অনবদ্য অসাধারণ কবিতা
যেন ঝড়, মেঘ, ঝর্ণা আমার দুটি নয়নে
ঢেউ উঠে অশান্ত আকাশে –
কৈশোর আনন্দে ফোটে উঠে আলো নয়নে,
হৃদয় ক্যানভাসে সূর তুলে সুখের দুনিয়া।
বাহ্
দারুন হয়েছে ভাই
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে বাবু ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা, মন্তব্যে মুগ্ধতা ও শুভ কামনা।
সুরাইয়া পারভিন
তুমি হৃদয় বন্দী মায়া শূন্যতা শুধুই শূণ্য ।
দুর্দান্ত উপস্থাপন। প্রত্যেকটি লাইন অনবদ্য
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দিদিভাই, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।
নৃ মাসুদ রানা
সত্যি কথা বলছি, এ হৃদয় প্রতিটি সময়ই শুন্য..
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই, ভালোবাসা নিবেন।
মনির হোসেন মমি
হে বিধাতা সাদা আর কালোয় – সৃস্টি
কি নিদারুণ নিষ্ঠুর মানব,
নির্বাক দৃষ্টিতে ধ্বংস হয়ে উঠে নতুন মুখ
আমি সূর মিলাই, বেকূল হয়ে উঠে নিশ্বাস।
মুগ্ধ ভাইয়া। খুব ভাল লাগল।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইজান, ভালো লাগা ও ভালোবাসা নিবেন।
অনন্য অর্ণব
এটা সত্যিই হৃদয়গ্রাহী। অসম্ভব সুন্দর একটা কবিতা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, শুভেচ্ছা ও ভালো লাগা রইল ।
রেজিনা আহমেদ
দুর্দান্ত উপস্থাপন ভাই
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, শুভেচ্ছা রইলো।
শাহরিন
দাদা রাগ করেছি একটু। অচেনা মেয়েদের ছবি দিয়ে লেখার রূপ একটু কমিয়ে দিচ্ছেন। আপন ভেবে বলে ফেললাম। কিছু মনে করবেন না দয়া করে।
সঞ্জয় মালাকার
নান দিদি আপনাদের কথায় রাগহয়নি বরং আমি ভালো কিছু করার সুযোগ পাই, আর দিদি ছবির কথা, ছবিটি আমার খুব ভালো লাগলো তাই আপলোড করেছি, যদি আপনার পরিচিত কেউ হয়েথাকেন তা হলে আমি অনেক অনেক দুঃখিত আমি ক্ষমাচেয়ে নিচ্ছি । ধন্যবাদ দিদি ভালো থাকুন সব সময় শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
লেখায় বাস্তবতার প্রতিফলন,
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান।
মোহাম্মদ দিদার
গভীর জীবন বোধের বহিঃপ্রকাশ।
ছবির সাথে, চমৎকার কাব্য।
সঞ্জয় মালাকার
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো লাগলো খুব।