হৃদয়ের একান্ত ভুঁই

খাদিজাতুল কুবরা ১৭ জুন ২০২২, শুক্রবার, ০৪:২২:৩৫অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

বৃষ্টিমুখর দিনে, তুমি আমি মুখোমুখি বাতায়নে,
একই স্বর বৃত্তে মৌন আলাপনে!
দূরত্ব কেবল পথের সমষ্টি,
ভিজছি আমরা ক্রমাগত প্রেমের বানে!
বহু খোঁড়াখুঁড়ির পর মিলেছে অমৃতের সন্ধান
তাকে ছুঁয়ে দিতে মরিয়া নই, তবে নিশ্চিত জানি সে আমার হৃদয়ের একান্ত ভুঁই!
আকাশে যতই উড়ুক উড়ুক্কু গাঙচিল,
ডানা মেলুক ডাহুকের দল,
গোধূলির আলো চিনে সে আমায় খুঁজে নিবে ঠিকই।
আমি ও হাঁটছি নিরন্তর, কিনারা ধরে বহতা নদীর,
একদিন সীমান্তরেখার প্রান্তে মিলবোই!
পুরনো শরীরে জেগেছে নব চর নাম তার হৃদয়!
মৌসুমি প্রথমা বৃষ্টি পেয়ে যেমন জেগে উঠে কিশলয়।
এই মেঘাতুর দিনে তুমি হয়ে ওঠ ঝিরিঝিরি বৃষ্টি,
কাঁথা মুড়ি দেয়া বৃষ্টি বিলাস খোঁজে মন, কি অনাসৃষ্টি!
আজ আমি প্রেমে মত্ত; বিরহের সাথে আড়ি!
প্রবাল দ্বীপে ঝড়ের কবলে আমি আজ তারই বুকের ভেতর।
তাই ভয় নেই, ক্ষয় নেই এ যাত্রার!

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ