হিসাব নিকাশ

উর্বশী ১৪ জুন ২০২১, সোমবার, ০৫:১১:৩১পূর্বাহ্ন অন্যান্য ২২ মন্তব্য

হিসাবটি আমার ভাল লেগেছে।
একেবারে পারফেক্ট..! জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন।

যদি A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26
অর্থাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি যেখানে : A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26

তাহলে,
তুমি যতই পরিশ্রমী হও না কেনো, তোমার পরিশ্রম তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু শতভাগ না।
Hard Work:
H+A+R+D+W+O+R+K= 8+1+18+4+23+15+18+11=98%

তুমি যতই বিজ্ঞ হও না কেনো, কখনো  কখনো তা কঠোর পরিশ্রমের চেয়ে কম সফলতা আনতে পারে।
Knowledge:
K+N+O+W+L+E+D+G+E=
11+14+15+23+12+5+4+7+5=96%

আর তুমি যদি ভাগ্যের ভরসায় বসে থাকো, তা কোনো কূলেই তোমায় ভেরাবে না।
Luck:
L+U+C+K=
12+21+3+11=47%

অর্থাৎ এদের কোনোটাই 100%  করতে পারে না, তাহলে সেটা কী যা 100% করতে পারে..?
Money?? না, এটা 72%
Leadership?? না, এটা 97%
তাহলে..?

সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা পারফেক্ট Attitude বা দৃষ্টিভঙ্গি হ্যা, একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল......

A+T+T+I+T+U+D+E=
1+20+20+9+20+21+4+5=100%

সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।
ছোট বেলায় কড়া শাসনের মাঝে থাকতে হতো।দুপুরে খাওয়ার  শেষে ঘুমাতে  হবেই,ঘুম থেকে উঠে বিকালে হাঁটতে যেতে হবে , ফিরে এসে নামাজ এবং পড়তে বসা এরকম সব সময় অনুযায়ী  করতে হতো।আব্বা ও আম্মা কেউই কোনো  ছাড় দিতেন না। আমরা ভাই বোনেরা পড়ার টেবিলে বসে এরকম সাংকেতিক ভাবে কথা বলতাম।আম্মার চোখে ফাঁকি দেয়া মুশকিল  ছিল তিনি তো বাসায় ই থাকতেন আমাদের সাথে।আম্মা তখন দেশের,ফুল,  ফলের, দৃষ্টি ভংগী, নলেজ,বিভিন্ন জিনিসের নাম উল্লেখ  করে এভাবে লিখতে বলতেন।।একজন ভাইয়ার লেখা দেখে নিজের  ছোট  বেলার দুষ্টুমির ছলে শেখা  কিছু বাদ দিয়ে ছোট ও ভাল করে সাজিয়ে নিলাম।এই জিনিস টি হয়তো সকলেই জানেন তবুও পোষ্ট  দিলাম।
সকলের জন্য শুভেচ্ছা সহ  সালাম।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ