হায় মানুষ, হায় ঈশ্বর

নীলকন্ঠ জয় ৯ অক্টোবর ২০১৩, বুধবার, ০১:১৫:২৮পূর্বাহ্ন কবিতা, বিবিধ ১৬ মন্তব্য

নর্দমা আর ডাস্টবিনের কাছে খাদ্য ভিক্ষা করেছি প্রভু-
দেখি সেখানেও চলছে অভাবের ঘনঘটা,
তুমিও বুঝি ক্ষুধায় রেখে করে যাচ্ছ তবুও-
চৌতলার ঐ অসৎ বান্দাদের সেবা?
মানবিক বিবেকের কাছে হার মেনেছি, সেইতো কবে হায় !
তুমিও প্রভু হার মেনেছো সম্পদের বিড়ম্বনায়?
হায় মানুষ ! হায় ঈশ্বর !
মানব জনম বৃথা হয়ে যায়, হয়ে যায় নশ্বর !

তোমার জন্য তৈরী হয় দেখো মসজিদ-মন্দির শত;
তোমার নামেই বিলি হয় দেখি সিরনী-প্রসাদ কতো।
নিঃস্ব আমি সেজদা দিয়েছি, প্রশ্ন করিনি কোন,
ওই ভালোবাসায় বৈধ্যতার ঘ্রাণ খুঁজেও দেখিনি কখনো।
বুকে পাড়া দিয়ে বড় হলো যারা, তাদেরই দিয়েছো সব-
আমার জন্য ভালবাসা দিয়ে গড়ে দিলে তুমি, যন্ত্রণার প্রাসাদ!
হায় মানুষ ! হায় ঈশ্বর !
মানব জনম বৃথা হয়ে যায়, হয়ে যায় নশ্বর !

যাদের ঘামে রক্ত ঝরে, মুখে আল্লাহ হরির নাম,
তাদের ব্যাথায় কাঁদোনা তুমি, কাঁদেনা তোমার প্রাণ !
মরীচিকা শুধু, বালুচর ধুঁ ধুঁ, আশার ভেলায় অভিশাপ;
তবুও আমি স্বপ্ন দেখি, খুঁজে ফিরি জীবনের উত্তাপ।
ভেবে নিই সবই পরীক্ষা তোমার,তোমারই আশির্বাদ-
নত করি শির,আমি অতি ধীর,গড়ি ভালোবাসার প্রাসাদ।
হায় মানুষ ! হায় ঈশ্বর !
মানব জনম বৃথা নাহি হয়, লীলা অবিনশ্বর !

~নীলকন্ঠ জয়।
অক্টোবর ৯,২০১৩

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ