হায়েনাদের দাঁত

মুহাম্মদ শামসুল ইকরাম পিরু ৩১ জানুয়ারি ২০১৩, বৃহস্পতিবার, ০৯:৫৬:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য


মোটামুটি নিশ্চিত যে ঝুলে যাচ্ছে জেলে আটকানো রাজাকার কয়টা ।
এদের সবার সব দাঁত তো নেই।
কিছু পড়ে গিয়েছে বয়সের ভারে।
কিছু পড়ে গিয়ে থাকতে পারে ডিম থেরাপির সময়।
পান খেতে গিয়ে শক্ত সুপারিতে অসতর্ক কামড়েও দু-একটা পড়ে যেতে পারে।

মরার পরে এদের মৃতদেহ কি এই বাংলায় দাফন হবে ?
কোথায় কার দাফন হবে সে ভাবনা বাদ। আল্লাহ্‌ নির্ধারিত করে দিয়েছেন , কার কবর হবে কোথায় ।
আসুন আমরা এই হায়েনাদের দাঁত নিয়ে আলোচনা করি।
মরার পরে এই রাজাকারদের দাঁত খুলে নেয়ার দাবী জানাচ্ছি। সবার দাঁত একসাথে করলে , অবশ্যই এরকম একটি জুতা বানানো সম্ভব। জুতা বানিয়ে রাখা যেতে পারে জাদুঘরে । আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবো - এই সেই হায়েনাদের দাঁত , যে দাঁতগুলতে  ১৯৭১ এ আমাদের দেশের মুক্তি পাগল মানুষের রক্ত লেগেছিল , যার অবস্থান এখন জুতার নীচে।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ