হাহাকার !

অন্তরা মিতু ২৫ জুন ২০১৩, মঙ্গলবার, ০৪:৫৭:৩২অপরাহ্ন বিবিধ ১১ মন্তব্য

সমস্ত দিন সন্ধ্যার মতো আবছা
অভিমানী মেঘ থমকে দাঁড়ায় নুয়ে...
চোখের পাতার কাঁপুনিতে কিছু জল
ঝরে ঝরে পড়ে, গাছ-ফুল-মাটি ছুঁয়ে...

তারপর চলে যায় মেঘ এলোমেলো
পথে; রয়ে যায়, তার স্মৃতিভেজা শ্বাস...
বাতাসে বাতাসে শিহরণ ক্ষণে ক্ষণে;
কার বুক জুড়ে চাতক পাখির আশ !!!

বিকেল ৪.৫০
২৫.৬.২০১৩

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ