হাস-ভাসা হ্রদের খোঁজে

ছাইরাছ হেলাল ৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ০২:৪৯:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

হাসপাতাল-কান্নার আহাজারিতে ছয়লাব চারিদিক,
আবাল-বৃদ্ধ-বনিতা,সঙ থেকে ভড়ং সুন্দরী;
লহরী-ক্রন্দন ধীর থেকে দ্রুত লয়ে করে পথ অতিক্রম।
হাসি হাসি সুখ-মুখের ভান করে অপেক্ষমাণের
মিছিল-ছিজিল, একটু পরেই চিৎকার চেঁচামেচির
অপারেশন টেবিল, সদাশয় চিকিৎসকের;

আজ অকাতরে বিলানো মানত-শিরনী কুড়োবার কেউ নেই,
বিধাতার কাছে করুন আকুতি, মাফ করে দিন এবারের মত
এই একটি বার, বিধাতা ব্যস্ত এখন!নিজ কাজে;

সালংকারা বাষ্প-রুদ্ধতায় খণ্ড-বিচ্ছিন্ন বলকানো জল,
শুধুই ধু ধু সুনসান নীরবতার ধারালো দেহে
ঝলমলিয়ে ঝুলে থাকে দেয়ালের কার্নিশে!
চেয়ে চেয়ে দ্যাখে অন্তঃশীল একান্তের গৃহযুদ্ধ।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ