হাসি মুখ স্বপ্ন

ছাইরাছ হেলাল ১৮ জুন ২০২২, শনিবার, ০৯:২৯:০৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

আমার অ-ঘুমন্ত হৃদয়-মন টানটান এখানে
নৈশ-কালীন পরিপূর্ণ স্বপ্ন নিয়ে,
কেড়ে নেয়া ঘুম-চোখ মেতে আছে
রং-উল্লাসের তীব্রতায়;
মৃত সন্ধ্যা ক্রমশ গাঢ় হতে হতে
গোপন আস্তানা ছেড়ে বেড়িয়ে এসেছে;

আমি শুধু একটু নিঃসঙ্গ পাখির ছবি
হাসতে হাসতে এঁকে দিতে চাই, গভীর কালো আকাশের গায়ে;

এই রাত্তিরটা কেটে গেলে ভোর হবে, ভোর আসবে,
কলি ফোঁটার শব্দ নিয়ে, শিশির জলের বিছানা পেতে
সবুজ ঘাসদের বুকে;

আচমকার ভুলে ফিরে আসে ঘোর অমানিশা
নিচ্ছিদ্র রাত্রির শান্ত-অশান্তের বামুন বামুন স্বপ্ন;

উঁকি দেয়া প্রত্ন-স্বপ্নেরা বেঁচে বর্তে থাকুক
হাসি হাসি মুখ করে, গভীর হিংসা এড়িয়ে,
আদরে-কদরে;

ছবি নেটের।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ