হাসি কান্দি

আলমগীর সরকার লিটন ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ১১:৫৬:৪৩পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

আমি কৃষ্ণচূড়াতে হাসি
আর শিমুলেতে কান্দি-
রাঙা পথে দৃষ্টি ফিরে
শীত বর্ষা বসন্তে আশি;

রাজপথের মোড় ফাঁকা
মিছিলে মিছিলেে আতর্নাদ
আর মন ভেজা ঝলকানি
কার হাতে গোলাপের পাপড়ি

প্রশ্নের উত্তর বড় চমৎকার
ওরা আবার সোনা ফ্রেমে ছবি
হতে চায়- রাস্তার মোড়ে মোড়ে
শিউলি হাসনাহেনা পলাশ

ওদের মধ্যস্থ দেখে দেখে
তবু কেনো হয় রক্তাক্ত ফুল
অতঃপর কেনো আমি হাসি কান্দি
শুধু রাজপথ দৃষ্টি ফিরা ফন্দি।

২৭ভাদ্র ১৪২৮, ১১সেপ্টেম্বর ২১

৩১৪জন ২৪০জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ