এক
তখন বঙ্গদেশ বৃট্রিস রা শাসন করত । বাঙালী দের চাকরির সহ সব বিষয়ে বৈশম্য ছিল ।
একবার এক বড় সাহেব কে তুষ্ট করতে একজন বাঙালী নিজের বাগান থেকে এক কাদি কলা নিয়ে এসেছিলেন ।
লুকিয়ে সেটা দেয়ার সময় একজন বাঙালী আর একজন ইংরেজ ব্যাপার টা দেখে ফেলল ।
ইংরেজ অফিসার বাঙালী কর্মচারী কে বললেন কি ব্যাপার ?
স্যার ইট ইজ ঘুষ ।
অহ , ঘুষ ইজ বেষ্ট ফর হেলথ ।
দুই
রহমান সাহেব নতুন বৌ নিয়ে হানিমুনে গেছেন ।
হোটেলের বিল পরিশোধের সময় দেখলেন ম্যানেজার হোটেল বিলের সাথে সাত দিনের খাবারের বিলও যোগ করে রেখেছেন ।
কি ব্যাপার আপনি আমাদের বিলে খাবার বিল যোগ করেছেন কেন ?
আমরা তো আপনাদের হোটেল থেকে কোন খাবার অর্ডার করিনি বা কোন খাবার গ্রহন করিনি ।
তাতে কি আপনি খাবার না খেলেও আমরা তো আপনার জন্য খাবার ঠিকই রেডি রেখেছি । আপনি না খেলে আমাদের কি করার ?
ঠিক আছে খাবার বিল আমি দেব । আপনি আমার স্ত্রীর সাথে থাকা বাবদ প্রতিরাত ১০০ ডলার হিসেবে সাতশ ডলার আমাকে দিবেন । কোন আপত্তি চলবে না । আপনি আমার স্ত্রীর সাথে না থাকলে কি হবে ও তো হোটেলে ছিলই
কি বলেন ??
Thumbnails managed by ThumbPress
১৫টি মন্তব্য
মরুভূমির জলদস্যু
দুই নাম্বারটা ওসাম হইছেন। :D)
সঞ্জয় কুমার
ধন্যবাদ । আমি আরও ভাবছিলাম এটা দেয়া ঠিক হবে কি না
লীলাবতী
ঘুষ ইজ বেষ্ট ফর হেলথ 😀
সঞ্জয় কুমার
বেশী বেশী ঘুষ খান ।
সুস্হ থাকুন
অরুনি মায়া
হাসি পেল 🙂
সঞ্জয় কুমার
হা হা হা
মেহেরী তাজ
হাহাহাহাহাহাহা…. :D)
সঞ্জয় কুমার
হো হো হো
ইমন
হা হা হা হা \|/
সঞ্জয় কুমার
হা হা হা
নীলাঞ্জনা নীলা
ঘুষ ইজ বেষ্ট ফর হেলথ :D) :D)
সঞ্জয় কুমার
প্রতিদিন ঘুষ খান । ভালো থাকুন
অনিকেত নন্দিনী
দুইটার দুই ফ্লেভার।
তয় কথা হইল আমিও ঘুষ খাইতাম চাই :D) :D) :D)
সঞ্জয় কুমার
আমরাও আপনাকে ঘুষ দিতাম চাই ।
নীতেশ বড়ুয়া
:D)