হাসপাতালীয় উষ্ণতা

নীলাঞ্জনা নীলা ১৯ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ০৯:৩৭:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৭ মন্তব্য

খুচরো খুচরো শব্দ খরচ করে কিছু বলতে চাই আমি
যথেষ্ট ধার-দেনায় ডুবে আছি
নি:শ্বাসের সাথে ঝুলে থাকা ক্রেডিট কার্ডটার ব্যালেন্সে
আর প্রেম-ভালোবাসা নেই, ফুরিয়ে গেছে;
হাই ইন্টারেস্ট দিয়ে শোধ করার চেষ্টা চলছে রোজ
এতো এতো "আমি-তুমি"র বাজারে পাঁচ পার্সেন্ট ডাটার উপর নির্ভর করে এই যে বলছি, এবং লিখছি;
কেউ কি বুঝবে কতো কষ্ট পঞ্চান্ন ডিগ্রী এঙ্গেলে নতুন করে বসতে শেখার গল্পে কি ভয়ঙ্করভাবে শিশুকাল মধ্যবয়সকে ধাক্কা দিচ্ছে?
সবাই কবিতার কথা বলে,
ভাবনা-বিলাসের এখনই প্রকৃত নাকি সময়!
হেলাল হাফিজই তো বলেছিলেন, এখন যৌবন যার, তারই নাকি যুদ্ধে যাবার প্রকৃত সময়! আচ্ছা ভাবনা-বিলাসের সময় কি তবে হাসপাতাল?
আমার না অনেক হাসি পায়।
কেউ তো জানেনা এই হাসিও কতো ঢঙের মাধ্যমে পাঁচ মিনিটের কলিং কার্ডের উপর ভর দিয়ে দিন থেকে রাতের কাছে পৌঁছায়! তর্জনী আর মধ্যমা এক করে ওখানে মিথ্যেগুলোকে প্যাঁচাই।

নাহ অনেক হলো!
খুচরো খুচরো শব্দ পাইকারি হারে খরচ করতে গিয়ে ক্রেডিট আবার পাবলিক মোবাইলের হাই ইন্টারেস্টের গ্যাঁড়াকলে পড়ুক, চাইনা।
প্রেম থাকুক ক্রেডিটের বাইরে, হাসপাতালের ব্যথাকাতর শয্যায়।

**এই শুনছো তোমাকেই বলছি, আছি আমি, থাকবোও।

হ্যামিল্টন জেনারেল হাসপাতাল, কানাডা
১৮ জানুয়ারি, ২০১৬ ইং।

দুর্ঘটনার পরে কানাডার হ্যামিল্টন জেনারেল হাসপাতাল হচ্ছে আমার ঠিকানা।কবে সুস্থ্য হবো, কবে প্রিয় সোনেলায় ফিরতে পারবো পূর্বের মত জানিনা। আমার জন্য সমবেদনা প্রকাশকারী প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা।

0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ