হারিয়ে যেতে চাই

নবকুমার দাস ৩০ এপ্রিল ২০২২, শনিবার, ০৯:১১:৪২পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
হারিয়ে যেতে চাই 
 
হারিয়ে যেতে চাই
এই পৃথিবী থেকে সুদূর নীহারিকায়।
কোনো পাহাড়িয়া বাঁশির সুর,
কিংবা কলস্বরা নদীর আবাহন
ফেরাতে পারবে না আমায়।
প্রেমিকার মদির দৃষ্টি কিংবা
তাঁর বাহুপাশ টানবে না আর।
অপার বৈরাগ্য দিও মহাকাল
আরো দূরে ,অপার আলোকবর্ষ দূরে
নিভে যেতে চাই অনন্ত শূন্যপথে।
নীল এই পৃথিবী
নিয়ত স্বার্থের দোলায় যুঝ্যমান।
এখানে পোষাবে না আমার।
এই চরাচর প্রপঞ্চময়
আমি নেই এখানে
কিংবা আমার মধ্যে সেও
আমি নিরাকার
আমি নেই
আমি নেই
অপ্রকট আমি
হারিয়ে যেতে চাই
এই পৃথিবী থেকে সুদূর নীহারিকায়।
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ