হারানো সে প্রেম

রোবায়দা নাসরীন ৭ মে ২০১৯, মঙ্গলবার, ০১:৪৮:০৭পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

নলডাঙ্গা বিলের পাশে,

হিজল বনের বিজন ছাঁয়ায়,

আমার কুঁড়ে নিবাস ছিল!!!

বানের জলে, জোয়ার জলে

তোমার আমার বসত ছিল

সেথায়, সুখের পালে পবন ছিল!!

শাপলা, শালুক, টেংরা খেয়ে

ভালোবাসার শোলক বুনে

বেঁচে থাকার মানে ছিল!!

সেথায়, সাঁঝের রাতে জোনাক জ্বেলে

হিজল ফুলের সিঁদুর পড়ে

লজ্জা নিয়ে তোমায় চোখে,

নিজের ছবি দেখার মাঝে

পবিত্র এক প্রেম ছিল.....

এখন ভিষণ অট্রালিকয়

বছর জুড়ে বসন্ত থাকে....

বিজলিবাতির ঝিলিক দেখে

জোনাকিরা ডুকরে কাঁদে,

পুরানো সেই তুমি আছ

আমিও বেশ পুরানো আজ!!

আভিজাত্যের কঠিন দেয়াল

প্রেম হয়েছে কবেই ফেরার।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ