
কত ঘন্টা, মিনিট, সেকেন্ড গেলো চলে! আমার আর হুঁশ ফেরে কিসে! অন্ধকার আর অন্ধকার হবে কবে! নাকি সেও সেই মিথ্যে প্রহসনে দাঁত কেলানি হাসি দিয়ে যাচ্ছে বলে- এই দ্যাখ…আলো জ্বলা তীব্র আঁধারেই আমার জীবন বাঁচছে কেমন হেসে খেলে!”
সয়না যেন এমন তরো কিপ্টপমিতে রাত্রি দিন সমানতালে পার হতে দিতে! একফোঁটা ঘুমের তরে হাড় হাড্ডির কচর কচর কাঁহাতক আর সইবে বলো মাথার ওপর দুপুর রৌদ্র নিয়ে! সকাল ছেড়ে বেমক্কা আসে দুপুর নেমে ঘরের মধ্যিখানে। সেখানেও দেখি ডিজিটালের টিউব লাইট জ্বলে? অন্ধকার আর অন্ধ হবে কবে!!! আলোর ভেতর সুঁই ফুটিয়ে দেখি; কালো কাপড় নিশ্চিন্তে বুনছে কেবল নকশি কাঁথা ভারী! শান দেয়া চাকুর ধারে কাটছে শুধু নিরীহ সব জ্যান্ত মাছ মুরগির গলা! বুকের ভেতর খচখচানি; দূর হয়না বাঁ পাশের ওই শিরশিরানি ব্যাথা।
আঁধার কবে অন্ধকারে ঢাকবে এসব বায়না! সেদিক পানে রইনু বসে, ফুরায়ে আসে আধেক জীবন খানা…..
নোটঃ কিচ্ছু নাই মাথায়। তবু হাবিজাবি লিখতে ইচ্ছে হলো তাই…….
কেউ আবার কঠিন কঠিন বলে স্লোগান দিয়েন না।
১৮টি মন্তব্য
সৌবর্ণ বাঁধন
হয়ত শব্দের ইন্দ্রজালে মোড়ানো এক টুকরো ইনসমনিয়ার আখ্যান। ঘুমের আকাঙ্ক্ষায় ছটফট করতে করতে দুপুর রৌদ্রে পুড়ে যাওয়ার দুঃখ শুধু অনিদ্রাসারথিই জানে। অনেক সুন্দর শব্দের সমাহার। শুভকামনা।
বন্যা লিপি
ডাক্তার বলে কথা!!! রোগ ধইরালাইছে।
শুভ কামনা
হালিমা আক্তার
বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বললেই লোডশেডিংয় দিয়ে অন্ধকার করে দিবে। হাবিজাবি দিয়ে হলো শব্দের আলপনা। শুভ কামনা রইলো।
বন্যা লিপি
হ…হেয়া ভালো কইছেন। পাগলারে কমু হাক্কা লাড়াইতে? অমন দোয়াও কইরেননাছে!! যেই গরম পরছে খেয়াল করছেন? কারেন্টে লোডশেডিং লাগলে আর টিকন যাইত না।
ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
রৌদ্র উজ্জ্বল ঝলমল দিন চলে যায়
নিয়ন আলোয় আলোকিত রাত্রির কোলে
কেউ যেন চোখের পাতা আটকে রেখেছে অদৃশ্য সূঁচে
পলক পড়তেই যেনো এফোঁড় ওফোঁড়
কতশত বিনিদ্র রজনী তাই কাটছে চেয়ে চেয়ে
বন্যা লিপি
আলোর মাঝেও অন্ধকার থেকে যায় নিপুণ ভাবে।তারে চেনে সেইজনে, যে খোঁজে অন্ধকার ছিঁড়ে আলোয় ডুবে যেতে।
রৌদ্রজ্জ্বল দুপুর কিংবা ভরা পূর্ণিআলো! তবু আঁধার চাই একটুকরো,,,,, একমুঠো স্বস্তিপূর্ণ নিদ্রাহীনতা দূর করতে….
শিরিন হক
করি থেকেও কঠিনতর অভিব্যক্তি। যতটুকু বোঝাও তারচেয়ে বেশি গভীর……
বন্যা লিপি
যে গভীরতা মাপতে জানো তুমি! তার সন্ধান আর কেউ যেন না পায় খুঁজে। আগলে রেখো এমনি করে চুপচাপ বন্ধ ঠোঁটে।
শিরিন হক
নিরবতা সর্বত্র
বন্যা লিপি
@ শিরিন হক- ” নিরবতা সর্বত্র” “একদম তাই”…….. সেই ভালো……..
জিসান শা ইকরাম
ঘুম নিয়ে সমস্যা? মাথায় দাও উপহার পাওয়া তেল 😀
হাবিজাবি লেখাও এমন সুন্দর হয়!
শুভ কামনা
বন্যা লিপি
আমারে তো কেউ উপহারি তেল পাঠাইলো না! আপনি একটু সুপারিশ করে দিন না! তাইলে উওকৃত হই আর মস্তিষ্ক ও রিচার্য কইরা লইতাম😃😃,,
এই হাবিজাবিটা এক্কেবারে আনকোরা লেখা, এই ব্লগে বসেই গট গট করে লিখে ছেড়ে দিছি।
একদম আউলা ঝাউলা।
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ।
রিতু জাহান
ঠিকানা দিতারেন,, মোর তেলে নাকি ঘুম পাড়ানির মাসি পিসি।
আমি নিষ্পাপ 🙈
বন্যা লিপি
ওয়াও😱😱😱😱 আগে কইবেন না!! উপহার পাইলে আর সত্যি ঘুম পাড়ানী মাসি পিসি আমারে নিয়া ভাগলে তো ঠিকানা অবশ্যই দেওন লাগবো।
খুব দরকার মাসিপিসির লগে সাক্ষাৎ করা।
রিতু জাহান
ছন্দতালে পড়ে ফেললাম।
মুই আজকাল নিরামিষভোজী হই গেছি। ধারের চাকুর নীচে মুরগি মাছ কতল করা ছাইড়া দিছি।
তয় চিংড়ি মাছটা ছকড়তে পারছি না।
এমন মন্তব্য পেলে আমার বান্ধবী বলতো, দিলি তো আমার সুন্দর কবিতাটার বাোরটা বাজায়ে!
এখানে আমি নির্ভয়ে এমন মন্তব্য দিতাছি।
বন্যা লিপি
হা হা হা হা….. এখানে ভয় নেই তার কারনটা হলো,,,এখানে আপনার বান্ধবি নেই।
তবে — আমিও মনে মনে পণ করেছি ২/১ দিন ধরে… নিরামিষাশী হয়েই যাব এবার😃😃😃
রিতু জাহান
আমি ভাই বায়না টায়না ফুরতে দিব না, আঁধার করলেই দিব নাক ভোতা করে আঁধারের।
আচ্ছা! আঁধারের কি নাক আছে?
চোখও আছে?
বোবা কালা অন্ধ না সে?
কেমন যে দেখতে!
ছায়ার মায়ার মতো?
বন্যা লিপি
নাক চোখ মুখ থাকুক বা না থাকুক,,,একটু আঁধার তো চাইই চাই,,,কিছু ঘুমের জন্য। আঁধার না নামলে চোখও বন্ধ হয়নাযে! নাহলে—- জমছে ঋণের মত সহস্র ঘুমের কর্জ!
তলিয়ে যাব নিঃশেষে যবে
দিনান্তের নিদ্রা ডাকবে আমায় আপনার তরে….