হাতের মুঠোয় বিশ্ব

হালিমা আক্তার ১৭ এপ্রিল ২০২১, শনিবার, ১১:৫৪:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

বিশ্বজগত দেখবো আমি

আপন হাতের মুঠোয় নিয়ে

কবি কাজী নজরুল ইসলাম

কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বিশ্বজগতকে আপন হাতের মুঠোয় নিয়ে দেখতে চেয়েছিলেন। কবি নিজ হাতের মুঠোয় জগতকে দেখতে পাননি কিন্তু স্বপ্ন দেখেছিলেন। আজ আধুনিক বিজ্ঞান সেই স্বপ্ন পূরণ করেছে। কবি কাজী নজরুল ইসলাম শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ দার্শনিক।

তিনি যখন এ কবিতা লিখেন তখন কে জানত তাঁর কথা সত্যি হয়ে ধরা দিবে। মোবাইল হাতের মুঠোয় ছোট একটি যন্ত্র। প্রথম দিকে মোবাইল ব্যবহার করা হতো কথা আদান-প্রদান এর মাধ্যমে। এরপর গান শোনা, ছবি তোলা। আর এখন মোবাইল অনেক ক্ষেত্রে কম্পিউটার এর বিকল্প হিসেবে কাজ করছে। বর্তমানে এন্ড্রয়েড মোবাইলে কি না করা যায়। বিশেষ করে করোনাকালে এবং জীবনে মোবাইল সত্যি কবির সেই স্বপ্নের সাথী হিসেবে কাজ করছে। এখন আর কথা বলার ছবি তোলা গান শোনা নয়। অফিসে মেইল চেক করা উত্তর দেয়া অনায়াসে সকল কাজের সমাধান করে নিচ্ছে এই ছোট্ট মোবাইল। মোবাইল এ শুধু বিশ্বজগত ই দেখা যায় না। সম্পূর্ণ বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে মোবাইল। বাসায় কম্পিউটার বা ল্যাপটপ নাই, তাতে কী হয়েছে মোবাইল আছে তো। তাই কবির ভাষায় বলতে হয়-

বিশ্বজগত রাখব আমি আপন হাতের মুঠোয় পুরে।

৬৫৯জন ৫৫১জন
13 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ