হাজার বছরে বঙ্গবন্ধু

সিকদার সাদ রহমান ১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ১০:৪৬:৪৮অপরাহ্ন সমসাময়িক ৭ মন্তব্য

আজ যারা আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও কি তারা এভাবেই দলের সাথেই থাকবেন? নাকি সাস্থ্য বেশি ভালো হয়ে যাওয়ার কারনে ডায়াবেটিস সহ ভিন্ন ভিন্ন রোগের অজুহাতে দূরত্ব বজায় রাখবেন? কারন প্রকৃত দল প্রেমীদের অবস্থা এখন খুব খারাপ। ত্যাগী নেতাদের বংগবন্ধু ও তার কন্যা সঠিক মূল্যায়ন করলেও মাঠ পর্যায়ের নেতৃত্বে সুবিধাভোগী দের অত্যাচারে দলীয় কর্মীদের হায় হায় অবস্থা।

বংগবন্ধুর আদর্শিক দল বাংলাদেশ আওয়ামীলীগের এরকম অবস্থা কল্পনাতীত। তবুও দেখতে হচ্ছে।

১৫ ই আগস্ট বলে বলছি না, বংগবন্ধুরা বছরে বছরে আসে না। তারা নেতৃত্বের পথিকৃৎ! হাজার বছরে হয়তো একজন মহামানবের জন্ম হয়। সেই হয় বংগবন্ধু!

প্রিয় আদর্শ, প্রিয় নেতা আপনি বেঁচে থাকলে এ দেশ, দেশের মানুষ, দল, দলের কর্মী সকলের ভাগ্য, জীবন, জীবিকা পাল্টে যেতো। কিন্তু যুগে যুগে মীরজাফর ছিলো আছে থাকবে। তারাই আপনাকে হত্যা করেছে। আমি তাদের ফাসি চাই না। আমি জানি তারাও একদিন স্বাভাবিক ভাবেই পৃথিবী ত্যাগ করবে। আমি প্রতিদিন তাদের মুখে থুথু দেই। হে মহান নেতা! পৃথিবী যতদিন থাকবে আপনি ততদিন থাকবেন! এই বাংলার মানুষের মাঝে, ভালবাসায়, প্রতিটা দিন, প্রতিটি ক্ষন, প্রতিটি নিঃশ্বাসে!

১৫-০৮-২০১৯

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ